ফটো সাংবাদিক কাজল হাজরার মায়ের পরলোক গমন
সারাবাংলা ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৪ ১৮:০১ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪ ১৮:০৩
১৫ ডিসেম্বর ২০২৪ ১৮:০১ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪ ১৮:০৩
ঢাকা: বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এবং দৈনিক কালবেলা পত্রিকার চীফ ফটো সাংবাদিক কাজল হাজরার মা ঝর্না রানী হাজরা আজ সকালে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
রোববার (১৫ ডিসেম্বর) সকালে ঢাকার ইসলামি ব্যাংক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।
আগামীকাল সোমবার (১৬ ডিসেম্বর) সকালে স্বরূপকাঠি উপজেলার জলাবাড়ীস্থ নিজবাড়ীতে তার অন্তেস্টিক্রিয়া অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম,স্বরূপকাঠি প্রেসক্লাবের সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন।
মৃত ঝর্না রানী হাজরা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা সুখ লাল হাজরার সহধর্মিণী। মৃত্যুকালে তিন ছেলে রেখে গেছেন তিনি।
সারাবাংলা/এসডব্লিউ