মানিকগঞ্জে হত্যা মামলায় ২ ভাই গ্রেফতার
১৫ ডিসেম্বর ২০২৪ ২১:২৪ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪ ২১:২৬
মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইর উপজেলা চাঞ্চল্যকর হিছা খা (৪৫) হত্যা মামলার দুই ভাইকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে র্যাব-৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন, সিংগাইর উপজেলার উত্তর কানাইপুর গ্রামের মো. চুন্নু খা’র ছেলে ফয়সাল (১৯) ও হৃদয় (১৭)।
র্যাব জানায়, হিছা খা’র সঙ্গে চুন্নু খা, তার ছেলে ফয়সাল ও হৃদয়ের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ছিলো। গত ১৬ আগস্ট সন্ধ্যায় হিছা খা মাঠ থেকে কাজ শেষ করে আসার পথে অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি মারধরে গুরুতর আহত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের বড় ভাই সিংগাইর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
লে. কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সিংগাইর থানায় হস্তান্তর করা হয়। রোববার আসামিদের আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এসআর