চবি উপাচার্যকে বহনকারী গাড়িতে ট্রাকের ধাক্কা
১৫ ডিসেম্বর ২০২৪ ২২:১৫
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতারকে বহনকারী পাজেরো ট্রাকের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে উপাচার্য অক্ষত আছেন।
রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানার লিংক রোডে এ দুর্ঘটনা ঘটেছে।
জানা গেছে, চবি উপাচার্য ইয়াহ্ইয়া আখতার একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সাদা রঙের পাজেরো গাড়িতে চড়ে যাচ্ছিলেন। লিংক রোডে পেছন থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক পাজেরোটিকে ধাক্কা দেয়। এতে সড়কে পাজেরোটি বিকল হয়ে পড়ে। তবে উপাচার্যের কোনো ক্ষতি হয়নি।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কয়েকজন সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপাচার্যকে অন্য একটি গাড়িতে করে ক্যাম্পাসে নিয়ে যান।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ সারাবাংলাকে বলেন, ‘দুর্ঘটনায় উপাচার্য স্যারের কোনো ক্ষতি হয়নি। তিনি সুস্থ আছেন। কিন্তু তাকে বহনকারী গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে।’
সারাবাংলা /এমআর/এসআর