জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল
১৬ ডিসেম্বর ২০২৪ ০৮:১৭ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ ১১:১৫
ঢাকা: ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে পতাকা ও ফুল হাতে অগণিত মানুষের ঢল নেমেছে। সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি ও বিদেশি কুটনৈতিকেরা শ্রদ্ধা জানানোর পর দলে দলে মানুষ সাভার স্মৃতিসৌধে প্রাঙ্গণে প্রবেশ করতে থাকেন।
আজ প্রথম প্রহর থেকে নানা বয়সী ও শ্রেণি পেশার মানুষ জাতীয় পতাকা হাতে নিয়ে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানায়। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা পতাকা, ব্যানার, ফেস্টুন নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসতে দেখা গেছে।
মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাদের আত্মার চিরশান্তি কামনা করেছেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার বাণীতে বলেছেন, ‘আসুন ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি বৈষম্যমুক্ত দেশ গড়তে এবং মুক্তিযুদ্ধের লক্ষ্য বাস্তবায়ন ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় নিজ নিজ অবস্থান থেকে আরও বেশি অবদান রাখি।’
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার বাণীতে বলেছেন, ‘দেশকে আরও উন্নত ও শক্তিশালী করতে এবং স্বাধীনতার পূর্ণ সুফল ভোগ করতে আমরা বদ্ধপরিকর। বিজয় দিবস কেবল আমাদের গর্বের উৎস নয়, এটি আমাদের শপথের দিনও। শপথ আমাদের একতাবদ্ধ থাকার, দেশের সার্বভৌমত্ব রক্ষার এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করার।’
সারাবাংলা/কেআইএফ/ইআ