ইসরাইলি হামলায় গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৬৯ ফিলিস্তিনি
১৬ ডিসেম্বর ২০২৪ ১০:০৫ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ ১২:০৪
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় স্কুলসহ চারটি আশ্রয়কেন্দ্রে নেতানিয়াহু বাহিনীর বিমান হামলায় আরও ৬৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
সোমবার (১৬ ডিসেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার (১৫ ডিসেম্বর) গাজার উত্তরাঞ্চলের শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় শিশু, সামরিক কর্মকর্তা ও সাংবাদিকসহ অনেকে নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক ফিলিস্তিনি। একইদিন গাজার বেইত হানুনের আরেকটি শরণার্থী শিবিরে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুসহ দুই সাংবাদিক রয়েছেন।
একইদিন গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি সেনা কর্মকর্তা নিহত হয়েছেন।
তেল আবিবের দাবি, হামাসের অস্ত্র সংরক্ষণাগার ও হামলার পরিকল্পনার জন্য ব্যবহৃত একটি চিকিৎসা কেন্দ্র লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়।
গাজা ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরাইলের বর্বরোচিত হামলায় প্রায় ৪৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের অধিকাংশ শিশু এবং নারী। আহত হয়েছেন এক লাখের বেশি বাসিন্দা। স্বজনহারা ও বাস্তুহারা হয়েছেন লাখো মানুষ।
সারাবাংলা/ইআ