স্মৃতিসৌধে অসুস্থ মির্জা ফখরুল, আনা হচ্ছে ঢাকায়
স্টাফ করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২৪ ১০:৪৩ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ ১১:০১
১৬ ডিসেম্বর ২০২৪ ১০:৪৩ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ ১১:০১
ঢাকা: সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে গাড়িতে করে ঢাকায় আনা হচ্ছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সোয়া ১০টায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলার সময় দলীয় নেতাকর্মী ও গণমাধ্যম কর্মীদের হুড়োহুড়িতে পড়ে যান তিনি।
এক পর্যায়ে অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়েন। তখন দলীয় নেতাকর্মীরা তাকে একটি বেসরকারি টিভি চ্যানেলে গাড়িতে করে চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশে রওনা হন।
এ সময় তার সঙ্গে ছিলেন স্থানী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন, সালাউদ্দিন আহমেদ, বিএনপি নেতা হাবিবুন নবী সোহেলসহ অনান্যরা।
সারাবাংলা/কেআইএফ/ইআ