ম্যাচ জেতানোর ‘রহস্য’ জানালেন মাহেদি
১৬ ডিসেম্বর ২০২৪ ১১:৩৬ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ ১৪:৪২
বাংলাদেশের পুঁজিটা খুব বড় ছিল না। সেন্ট ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-২০তে ১৪৭ রানের পুঁজি নিয়েই রোমাঞ্চকর এক জয় পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের এই জয়ের নায়ক অলরাউন্ডার শেখ মাহেদি। ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করে বিজয়ের দিনে বাংলাদেশকে জয় এনে দিয়েছেন মাহেদি। জয়ের পর মাহেদি বলছেন, রংপুর রাইডার্সের হয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গ্লোবাল সুপার লিগের ম্যাচ খেলার অভিজ্ঞতাই কাজে লাগিয়েছেন তিনি।
ব্যাটিংয়ে নেমে বিপদের মুহূর্তে দারুণ এক ক্যামিও ইনিংস খেলেছিলেন মাহেদি। ২৪ বলে ২৬ রানের ইনিংসের সুবাদেই ১৪৭ রানের লড়াই করার পুঁজি পায় বাংলাদেশ। ব্যাটিংয়ের পর বল হাতে আরও ভয়ংকর হয়ে উঠেছেন মাহেদি। চার্লস, পুরান, চেজ, ফ্লেচার; ওয়েস্ট ইন্ডিজের চার গুরুত্বপূর্ণ ব্যাটারকে প্যাভিলিয়নে ফিরিয়ে টপ অর্ডার একাই ধসিয়ে দিয়েছেন তিনি। তার বোলিংইয়েই ম্যাচ জয়ের সুবাস পেতে শুরু করে বাংলাদেশ।
শেষ পর্যন্ত ৪ ওভারে ১৩ রানে ৪ উইকেট নেন মাহেদি। এটিই টি-২০তে তার কারিয়ার সেরা বোলিং। মাহেদির দুর্দান্ত বোলিংয়েই ৭ রানের জয় পায় বাংলাদেশ।
ম্যাচ শেষে মাহেদি বলছেন, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গ্লোবাল সুপার লিগ খেলার অভিজ্ঞতাই আজ কাজে দিয়েছে তার, ‘আমরা নিজেদের পরিকল্পনা ঠিক রাখার চেষ্টা করেছি। পিচটা ভালো ছিল। পাওয়ারপ্লেতে আমি আগেও বল করেছি। এখানে কিছুদিন আগে গ্লোবাল সুপার লিগে খেলেছি, এজন্যই আত্মবিশ্বাস ছিল। শামিম দারুণ ইনিংস খেলেছে। এই ইনিংস আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। আমিও নিজের সর্বোচ্চটা দিয়েছি।’
সারাবাংলা/এফএম