Monday 16 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে স্বরাষ্ট্র উপদেষ্টা-আইজিপির শ্রদ্ধা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২৪ ১১:১২ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ ১৪:৪৪

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বকস চৌধুরী।

ঢাকা: মহান বিজয় দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ স্মৃতিসৌধে শহিদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী ও বাংলাদেশে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় রাজারবাগ পুলিশ লাইন্স স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তারা।

বিজ্ঞাপন

প্রথমে পুলিশ লাইন্স স্মৃতিসৌধে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বকস চৌধুরী। এরপর বাংলাদেশ পুলিশের পক্ষে শহিদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান আইজিপি বাহারুল আলম।

শ্রদ্ধা জানান আইজিপি বাহারুল আলম।

সবশেষে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

সারাবাংলা/ইউজে/ইআ

আইজিপি’র শ্রদ্ধা রাজারবাগ পুলিশ লাইন স্বরাষ্ট্র উপদেষ্টা

বিজ্ঞাপন

মির্জা ফখরুল এখন অনেকটাই সুস্থ
১৬ ডিসেম্বর ২০২৪ ১৩:১৬

আরো

সম্পর্কিত খবর