Monday 16 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ
শ্রীলংকাকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের মেয়েদের

স্পোর্টস ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২৪ ১২:০৭ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ ১২:৫২

জয় দিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। মালয়েশিয়ার কুয়ালালামপুরে গ্রুপ বি এর প্রথম ম্যাচে বৃষ্টি আইনে শ্রীলংকাকে ২৮ রানে হারিয়ে জয় দিয়েই এশিয়া কাপ শুরু করল বাংলাদেশের মেয়েরা।

টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল শ্রীলংকা। প্রথম ওভারেই ফেরেন জুরাইয়া ফেরদৌস। এরপর জুটি গড়েন ইভা-সুমাইয়া। এই দুই ব্যাটারের ৪৩ রানের জুটি বাংলাদেশের ইনিংসকে থিতু করে। এরপর দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে বাংলাদেশ। ১৮ রানে ইভা ও ২৪ রানে সুমাইয়া ফিরলে ৬১ রানেই ৫ উইকেট হারায় বাংলাদেশ।

বিজ্ঞাপন

এরপর দলের হাল ধরেন আফিয়া আশিমা ও সাদিয়া আক্তার। ৪৯ রানের এই জুটিতেই শতরানের স্কোর পার করে বাংলাদেশ। দলীয় সর্বোচ্চ ৩১ রান করেন সাদিয়া। ২৫ রান করেন আশিমা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১২২ রানে থামে বাংলাদেশের ইনিংস। ২৩ রানে ৪ উইকেট নিয়ে শ্রীলংকার সেরা বোলার রাশমিয়া সেওয়াদি।

১২৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরুতেই থাক্কা খায় শ্রীলংকা। ১৬ রানে প্রথম উইকেট হারায় শ্রীলংকা, হানসিকাকে ফেরান নিশি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে কখনোই থিতু হতে পারেনি। সুমাইয়া, নিশি ও ফারজানার দুর্দান্ত বোলিংয়ে জয়ের পথে এগিয়ে গেছে বাংলাদেশ।

বৃষ্টি আইনে ১৭ ওভারে ১২৩ রানের লক্ষ্য ছিল শ্রীলংকার। সেই লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শেষ পর্যন্ত ৮ উইকেটে ৯৪ রানে থামে শ্রীলংকার ইনিংস। ৪জন ব্যাটার ছুঁতে পেরেছেন দুই অংক। বাংলাদেশের হয়ে সেরা বোলিং ফিগার সুমাইয়া। ১২ রানে তিন উইকেট নিয়েছেন সুমাইয়া। দুটি করে উইকেট নিয়েছে নিশি ও ফারজানা।

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত ২৮ রানের জয় দিয়েই এশিয়া কাপ শুরু করল বাংলাদেশের মেয়েরা। ১৭ ডিসেম্বর মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

সারাবাংলা/এফএম

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ বাংলাদেশ-শ্রীলংকা

বিজ্ঞাপন

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
১৬ ডিসেম্বর ২০২৪ ১২:৫৩

ওস্তাদ জাকির হোসেন আর নেই
১৬ ডিসেম্বর ২০২৪ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর