যশোরে শীতের দাপট অপরিবর্তিত, তাপমাত্রা ১০.৮ ডিগ্রি
১৬ ডিসেম্বর ২০২৪ ১২:২৯ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ ১২:৪১
যশোর: যশোরে শীতের দাপট এক প্রকার স্থিতি অবস্থায় রয়েছে। গত দুইদিন ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই অপরিবর্তিত অবস্থান পারদের।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে যশোরে সর্বনিন্ম তাপমাত্রা ছিল ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রোববারও যশোরে সর্বনিন্ম তাপমাত্রা ছিল ১০.৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ১৪ ডিসেম্বর এ বছর যশোরে সর্বনিন্ম তাপমাত্রায় পৌঁছেছিল, তা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াসে।
গত বছর (২০২৩ সালে) ১৪ ডিসেম্বরে যশোরে সর্বনিন্ম তাপমাত্রা ছিল ১১দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং ১৫ ডিসেম্বরে ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস বলে আবহওয়া অফিস নিশ্চিত করেছে। সে হিসেবে তাপমাত্রা চলতি বছরের আরও কমেছে।
এ বছর যশোরে এখনও অতিশয় কুয়াশার দেখা মেলেনি। রাতে কুয়াশা থাকলে সকাল থেকে তা তেমন থাকে না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়তে থাকে। সকাল থেকে সূর্যের দেখা মেলায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে তাপমাত্রা।
ঢাকাস্থ আবহাওয়া অফিস জানায়, চলতি মাসে যশোরে তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নামার আশঙ্কা কম। তবে গত বছর অর্থাৎ ২০২৩ সালে ডিসেম্বরে যশোরের সর্বনিন্ম তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নামেনি।
এদিকে বিকেল থেকে শীতের প্রকোপ শুরু হয় বলে দিন থাকতেই মানুষকে আরও বেশি ভারী কাপড়, শীতের পোশাক ব্যবহার করতে হয়। শীতের কারণে কর্মজীবী মানুষ বিপাকে পড়েছেন।
শীতজনিত রোগে যশোরে এখনও বড় সমস্যা না হলেও ঘরে ঘরে জ্বর ও ঠান্ডা কাঁশি দেখা দিয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।
যশোর আবহাওয়া অফিস জানায়, শনিবার সকাল ৬টায় যশোরের তাপমাত্রা ১০.০ ডিগ্রি সেলসিয়াস যা শুক্রবার সকাল ৬টায় ছিল ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার ছিল ১১দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বুধবার ছিল সর্বনিন্ম তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থা আপাতত অব্যাহত থাকবে।
সারাবাংলা/এসআর