Monday 16 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ফার্গি টাইমে’ সিটিকে হারিয়ে উচ্ছ্বসিত আমোরিম

স্পোর্টস ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২৪ ১৩:২২

জয়ের পর উচ্ছ্বসিত আমোরিম

ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার আগেই জানিয়েছিলেন, ক্লাবকে আগের ঐতিহ্যে ফিরিয়ে নেওয়াই তার লক্ষ্য। রুবেন আমোরিম নিজের প্রথম ম্যানচেস্টার ডার্বিতেই দেখালেন চমক। ধুঁকতে থাকা ম্যানচেস্টার সিটিকে অন্তিম মুহূর্তে ২-১ ব্যবধানে হারিয়ে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই জয়ের পর আমোরিম বলছেন, ‘ফার্গি টাইমে’ জিতে উচ্ছ্বসিত তিনি।

ম্যানচেস্টার ইউনাইটেডের সর্বকালের সেরা কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের সময় অন্তিম মুহূর্তে গোলে জয়কে বলা হতো ‘ফার্গি টাইমে’ জয়। ম্যানচেস্টার ডার্বিতে গত রাতে ঠিক একইভাবে জয় পেয়েছে ইউনাইটেড। এক গোলে পিছিয়ে থেকেও ৮৮ মিনিটে ব্রুনো ফার্নান্দেজ ও ৯০ মিনিটে আমাদ দিয়ালোর গোলে দারুণ এক জয় তুলে নেয় আমোরিমের দল।

বিজ্ঞাপন

শেষ মুহূর্তের এমন দুর্দান্ত জয়ে আমোরিম বলছেন, ‘ফার্গি টাইমকে’ ফিরিয়ে এনেছে ইউনাইটেড, ‘এটা অবিশ্বাস্য এক জয় ছিল। এটা আমাদের প্রাপ্য। এটা খুবই কঠিন ম্যাচ ছিল। আমরা শেষ পর্যন্ত বিশ্বাস করেছি যে আমরা জিতব। পিছিয়ে থেকেও আমরা আত্মবিশ্বাস ধরে রেখেছি। এই জয়টা ‘ফার্গি টাইমে’ এসেছে। সবকিছু মিলিয়েই জাদুকরি ব্যাপারটা ঘটেছে। এটা আমাদের ক্লাব ও সমর্থকদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল।’

ডার্বি জয়ের পর ক্লাবকে আরও সামনের দিকে নিয়ে যাওয়ার স্বপ্নের কথাই জানালেন আমোরিম, ‘আমি নিজের কাজটা করে যেতে চাই। আজকের জয়টা দারুণ এক ব্যাপার ছিল। আশা করি এটা আমরা প্রতি সপ্তাহেই করতে পারব। দলকে সামনের দিকে নিয়ে যাওয়াই আমার মূল লক্ষ্য।’

সারাবাংলা/এফএম

প্রিমিয়ার লিগ ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানচেস্টার সিটি

বিজ্ঞাপন

মির্জা ফখরুল এখন অনেকটাই সুস্থ
১৬ ডিসেম্বর ২০২৪ ১৩:১৬

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
১৬ ডিসেম্বর ২০২৪ ১২:৫৩

আরো

সম্পর্কিত খবর