Monday 16 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সব ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে বাংলাদেশ এগিয়ে যাবে’

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২৪ ১৪:৪৮ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ ১৭:২১

ঢাকা: মহান বিজয় দিবসের প্রত্যয় ব্যক্ত করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, এ দেশের মানুষ সব ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে সামনের দিকে এগিয়ে যাবে।

সোমবার (১৬ ডিসেম্বর) সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, ২০২৪ এর বিজয় দিবস অন্যবারের চেয়ে একটু পৃথক। কারণ স্বৈরাচারের পতন হয়েছে, সত্যিকার অর্থে স্বৈরাচার পালিয়ে গেছে‌। স্বৈরাচার পালিয়ে যাওয়ার কারণ আজকে দেশের মানুষ বুকভরে শ্বাস নিতে পারছে। কথা বলতে পারছে এবং আজকের সাভারে জাতীয় স্মৃতিসৌধে ব্যাপক উপস্থিতি প্রমাণ করে এর আগে মানুষ কত কষ্টে ছিল, কতটুকু মনোযাতনায় ছিল। মানুষের ভাব প্রকাশে যে প্রতিকূলতা, প্রতিবন্ধকতা ছিল, আজকে তা নেই। তা না থাকার কারণে আজকে জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল নেমেছে।

তিনি আরও বলেন, আজকে আমাদের শপথ নেওয়ার দিন, যে কারণে স্বৈরাচার পালিয়ে গেল, যে কারণে আজকে শত সহস্র মানুষ বাঁধভাঙা উচ্ছ্বাসে গণতন্ত্র ও স্বাধীনতা সার্বভৌমত্বের পাদপীঠ জাতীয় স্মৃতিসৌধে একত্রিত হয়েছে। এর কারণ হলো- জনগণ তার অধিকার ফিরে পেতে চায়, জনগণ তার অধিকার প্রয়োগ করতে চায়, জনগণ তার মালিকানা চায়। এ জন্য আগামী দিনে অন্তবর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা থাকবে জনগণের মালিকানা জনগণের হাতে দ্রুত ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন। যত দ্রুত তা করবেন তত দ্রুত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবিলা করা সহজ হবে। আর সব ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে এদেশের মানুষ সামনের দিকে এগিয়ে যাবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আজকে যে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সে নতুন বাংলাদেশ গড়ে উঠবে আগামী দিনের জণগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে। বাংলাদেশের জনগণই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কোন দিকে এবং বাংলাদেশের ভবিষ্যৎ কী হবে।

সারাবাংলা/কেআইএফ/ইআ

বিজ্ঞাপন

বাসায় ফিরেছেন মির্জা ফখরুল
১৬ ডিসেম্বর ২০২৪ ১৭:০৬

আরো

সম্পর্কিত খবর