স্মৃতিসৌধে জাতীয় পার্টির শ্রদ্ধা
১৬ ডিসেম্বর ২০২৪ ১৬:৩৮ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ ১৮:১৭
ঢাকা: মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি পুষ্প অর্পন করে শ্রদ্ধা জানিয়েছে জাতীয় পার্টি। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে সংগঠনটির পক্ষে পুষ্পস্তবক অর্পন করা হয়।
এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, নাজমা আক্তার, চেয়ারম্যানের উপদেষ্টা মো. ইসরাফিল খোকন, মো. খলিলুর রহমান খলিল, ভাইস-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ রাজু, সুলতান আহমেদ সেলিম, মো. হেলাল উদ্দিন, যুগ্ম মহাসচিব মো. সামছুল হক, এবিএম লিয়াকত হোসেন চাকলাদার প্রমুখ।
এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, ‘আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই। জাতীয় পার্টির রিফর্ম এজেন্ডা ও ক্ষমতার বিকেন্দ্রীকরণ এজেন্ডা আছে। জাতীয় পার্টি প্রাদেশিক সরকারের কথাও বলেছে। এদেশের মানুষের অধিকার রক্ষা, দেশের মানুষের অধিকার দোরগোড়ায় পৌঁছে দিতে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ অসংখ্য কীর্তি গড়েছেন। এরই ধারাবাহিকতায় জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দেশের মানুষের অধিকার, উন্নয়ন ও সম্ভাবনা সামনে রেখে বেশকিছু তত্ত্ব দিচ্ছেন। অনেকগুলো সংস্কার প্রস্তাব দিয়েছেন। আমরা মানুষের কাছাকাছি যাব, আমাদের প্রস্তাব ও দেশ গঠনে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের কথা গণমানুষের সামনে তুলে ধরবো। আমরা দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখবো। এই মহান বিজয় দিবসে সবার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি দেশের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ হন। বৈষম্যহীন একটি রাষ্ট্র গড়ার লক্ষ্যে সবার ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
তিনি বলেন, ‘দেশ সংকটে আছে, এই সংকট থেকে দেশকে বাঁচাতে হবে। বিজয়ের এই দিনে যদি আমরা শপথ নিয়ে বৈষম্যহীন সমাজ গড়তে পারি তাহলে, মহান মুক্তিযুদ্ধের বীর শহীদের আত্মা শান্তি পাবে, একাত্তরের চেতনা রক্ষা পাবে এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের শহিদদের আত্মাও শান্তি পাবে।’
তিনি আরও বলেন, ‘একাত্তরকে বাদ দিয়ে কোনো চেতনা হতে পারে না। ২০২৪ এর গণঅভ্যুত্থানকেও বাদ দেওয়া যাবে না। ১৯৭১ ও ২০২৪ এর চেতনার সমন্বয়ে আমরা বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়বো। জাতীয় পার্টি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবসময় সচেষ্ট ছিল। আগামীদিনেও জাতীয় পার্টি অতন্দ্র প্রহরী হয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে।’
সারাবাংলা/ইএইচটি/এসআর