Wednesday 02 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধিতে বিজিবির গার্ড অব অনার

লোকাল করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২৪ ১৭:১৭ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ ২০:০৬

বেনাপোল: মহান বিজয় দিবস উপলক্ষ্যে যশোরের শার্শা উপজেলার কাশিপুরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ বর্ডার (বিজিবি)।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে থেকে উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা ও রাজনৈতিকসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানায়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র মহা-পরিচালকের পক্ষে যশোর-৪৯ ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর ফারজিন ফাহিম ও সহকারি পরিচালক সাজ্জাদ হোসেন গার্ড অব অনার প্রদান করেন। পরে সেখানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের ঝিকরগাছা উপজেলার গোয়ালহাটি গ্রামে হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে শহিদ হন। পরে তাকে যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে সমাহিত করা হয়। তিনি ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন।

সারাবাংলা/এসআর

বিজিবির গার্ড অব অনার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর