Monday 16 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘যারা ফ্যাসিবাদকে পুনর্বাসন করতে চায় দেশবাসী তাদের রুখে দিবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২৪ ১৯:৩৯ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ ২১:৩৫

ঢাকা: খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন বলেছেন, ‘ভারত বাংলাদেশকে তার অঙ্গরাজ্যে পরিণত করতে চেয়েছিল। বিগত ১৬ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে বাংলাদেশকে শোষণ করেছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর ভারতের কষ্ট বেড়ে গিয়েছে।’

সোমবার (১৬ ডিসেম্বর) বিকালে পল্টনে মজলিস মিলনায়তনে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের আয়োজনে বিজয় দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আজকে (১৬ ডিসেম্বর) নরেন্দ্র মোদি বিজয় দিবসে এক্সে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের বিজয়কে ‘ভারতের বিজয়’ বলে উল্লেখ করেছেন। তার পুরো বক্তব্যে বাংলাদেশের নামটা পর্যন্ত উল্লেখ করেননি।’

এর আগে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা করা হয়েছে। পতিত শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র করা হচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের ওপর কোনো আঘাত আর সহ্য করা হবে না। এদেশের ১৮ কোটি মানুষ জীবন দিয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে প্রস্তুত। একই সঙ্গে যারা দেশে ফ্যাসিবাদকে পুনর্বাসন করতে চায় দেশবাসী তাদেরকেও রুখে দিবে। ’৭১ এবং ’২৪ এর শহিদদের প্রত্যাশা পূরণে ফ্যাসিবাদ ও বৈষম্যমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মহান বিজয় দিবস উপলক্ষ্যে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হকের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আবুল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুগ্ম-মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আব্দুল

বিজ্ঞাপন

সভায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের ও ২০২৪ সালের ফ্যাসিবাদ বিরোধী গণঅভ্যুত্থানে শহিদদের রুহের মাগফিরাত কামানা করে এবং আহতের সুস্থতার জন্য বিশেষ দোয়া- মুনাজাত করা হয়।

সারাবাংলা/ইউজে/এসআর

খেলাফত মজলিস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর