ছাত্র-জনতার আন্দোলনে হামলা
চসিকের সাবেক কাউন্সিলর গ্রেফতার
১৬ ডিসেম্বর ২০২৪ ২০:০৩ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ ২৩:০৩
চট্টগ্রাম ব্যুরো: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে করা মামলায় চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মো. আব্দুল বারেককে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে নগরীর কোতোয়ালী থানার দিদার মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার মো. আব্দুল বারেক নগরীর ৪০ নম্বর উত্তর পতেঙ্গা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
র্যাবের চট্টগ্রাম জোনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৪ আগস্ট নগরীর কোতোয়ালী থানার নিউমার্কেট এলাকায় ছাত্র-জনতার বিক্ষোভ সমাবেশে কাউন্সিলর বারেকের নেতৃত্বে হামলা করা হয়। সেই সমাবেশে পানি বিতরণের সময় হামলায় কাজী মো. সোহেল গুরুতর লাঞ্ছিত হন।
এ ঘটনায় সোহেল নগরীর কোতোয়ালী থানায় ২৮৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০০-৪০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। বারেককে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়া বারেকের বিরুদ্ধে ঢাকা ও লক্ষ্মীপুরে আরও তিনটি মামলা আছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সারাবাংলা/আরডি/এইচআই