Monday 16 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জামায়াতকে অন্যায়ভাবে স্বাধীনতাবিরোধী আখ্যা দেওয়া হয়েছে’

স্পেশাল করসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২৪ ২০:২১ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ ২৩:০৩

চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ ৫৩ বছর ধরে অন্যায়ভাবে জামায়াত ইসলামীকে স্বাধীনতাবিরোধী আখ্যা দিয়ে জাতিকে বিভ্রান্ত করে এসেছে।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে বিজয় দিবস উপলক্ষ্যে জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

সভাপতির বক্তব্যে সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ, শেখ মুজিব ও শেখ হাসিনা অপপ্রচারের মাধ্যমে জামায়াত ইসলামীকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার অপচেষ্টা চালিয়েছে, কিন্তু তারা পারেনি। বরং তারাই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।’

‘বিজয় দিবসকে আওয়ামী লীগ তাদের একক সম্পত্তি বানিয়ে ফেলেছিল। বিজয় দিবসের নামে হাজার কোটি টাকা লুটপাট করেছে। লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে।’— বলেন শাহজাহান চৌধুরী।

তিনি বলেন, ‘আমার দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র করা হয়েছে। এক এক করে সব ষড়যন্ত্র উন্মোচিত হচ্ছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে পরিচালিত ষড়যন্ত্র জনগণ ঐক্যবদ্ধভাবে রুখে দেবে।’

‘হিন্দুস্তান যতই ষড়যন্ত্র করুক, বাংলাদেশে এক ইঞ্চি জায়গার ওপরও হিন্দুস্তান আধিপত্য বিস্তার করতে পারবে না। কারণ এ স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ইসলামের জন্য জামায়াতের নেতারা ফাঁসির মঞ্চেও গেছেন। এই স্বাধীনতার জন্য ৩৬ জুলাই ১৫৮৩ জন দামাল যুবক ছাত্র তাদের বুকের তাজা রক্ত দিয়েছে,’— বলেন শাহজাহান চৌধুরী।

চট্টগ্রাম নগরীর দেওয়ানবাজারে বাংলাদেশ ইসলামিক একাডেমি (বিআইএ) মিলনায়তনে ওই আলোচনা সভায় নগর জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নুরুল আমিন, নায়েবে আমির মুহাম্মদ নজরুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালী বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এইচআই

জামায়াত শাহজাহান চৌধুরী

বিজ্ঞাপন

আমি পালিয়ে যেতে চাইনি: আসাদ
১৬ ডিসেম্বর ২০২৪ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর