Monday 16 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাগরিক ঐক্যের প্রধান উপদেষ্টা এসএম আকরাম আর নেই

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২৪ ২১:৫০

নাগরিক ঐক্যের প্রধান উপদেষ্টা এসএম আকরাম

ঢাকা: নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও নাগরিক ঐক্যের প্রধান উপদেষ্টা এসএম আকরাম আর নেই।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটে তিনি ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন।

তার জানাজার নামাজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০ টায় নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুকুরপাড় মসজিদে ও দ্বিতীয় জানাজার নামাজ বাদ যোহর বন্দরের আলীনগর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, এস এম আকরাম সরকারি চাকরি ছেড়ে (অতিরিক্ত সচিব) ১৯৯৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দিয়ে ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালামের কাছে পরাজিত হলেও তিনি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক নিযুক্ত হন।

২০১১ সালের ৩০ অক্টোবর অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেলিনা হায়াৎ আইভীকে সমর্থন দেন। ২০১২ সালে তিনি মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্যে যোগ দেন। ২০১৪ সালে সাত খুনের প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগ থেকে তিনি পদত্যাগ করেন। এর পর উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীকে লড়ে পরাজিত হন। অবশ্য এর পর উপনির্বাচনের ভোটে ব্যপক কারচুপির অভিযোগ উঠেছিল। পরে তিনি নাগরিক ঐক্যের প্রধান উপদেষ্টার দায়িত্ব পান ২০১৪ সালে।

সর্বশেষ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নাগরিক ঐক্যের হয়ে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/পিটিএম

এসএম আকরাম টপ নিউজ নাগরিক ঐক্যের প্রধান উপদেষ্টা মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর