Tuesday 17 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রে স্কুলে ছাত্রীর গুলিতে নিহত ২


১৭ ডিসেম্বর ২০২৪ ০৮:৩৮ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ১১:৫৬

অ্যাবানডেন্ট লাইফ খ্রিস্টান স্কুলের ঘটনাস্থল। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের একটি খ্রিস্টান স্কুলে এক শিক্ষার্থীর গুলিতে ছয়জন আহত এবং দুইজন নিহতের ঘটনা ঘটেছে।

ম্যাডিসন পুলিশ প্রধান শন বার্নস জানিয়েছেন, হামলাকারীর পরিচয় বা লিঙ্গ এখনও প্রকাশ করা হয়নি। তবে মার্কিন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, হামলাকারী ১৭ বছর বয়সী একজন মেয়ে।

পুলিশ আরও জানিয়েছে, হামলাকারী ‘অ্যাবানডেন্ট লাইফ’ খ্রিস্টান স্কুলের শিক্ষার্থী ছিল। গুলি চালানোর পর হামলাকারীকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহত ছয় শিক্ষার্থীর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত দুইজনের মধ্যে একজন শিক্ষক ছিলেন।

‘এটা শুধু ম্যাডিসনের জন্য নয়, পুরো দেশের জন্যই দুঃখের দিন,’ বলেন পুলিশ প্রধান বার্নস। তিনি জানান, হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি এবং হামলাকারীর পরিবার তদন্তে সহযোগিতা করছে।

সোমবার (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ১১টায় (১৭:০০ জিএমটি) স্কুলে সক্রিয় বন্দুকধারীর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। হামলাটি স্কুলের এক নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ ছিল, তবে তা শ্রেণিকক্ষ না কি হলওয়েতে ঘটেছে তা এখনও পরিষ্কার নয়।

স্কুলের সম্পর্ক বিষয়ক পরিচালক বারবারা উইয়ার্স জানান, এ বছর স্কুলটিতে সক্রিয় বন্দুকধারী পরিস্থিতি মোকাবিলার প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, যা শিক্ষকরা বাস্তবে প্রয়োগ করেছেন।

পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থলে হামলাকারীর মৃতদেহ এবং একটি পিস্তল উদ্ধার করেছে। তবে কোনও পুলিশ সদস্য গুলি চালায়নি।

এ ঘটনায় নিহত বা আহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। তবে সিবিএস নিউজসহ বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যম নিশ্চিত করেছে যে হামলাকারী একজন মেয়ে।

বিজ্ঞাপন

হামলায় আহত দুই শিক্ষার্থীর অবস্থা এখনও আশঙ্কাজনক। চারজন সামান্য আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন, যাদের মধ্যে দুইজনকে ছেড়ে দেওয়া হয়েছে।

ম্যাডিসন ফায়ার চিফ ক্রিস কার্বন জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে ১৫টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। এফবিআই এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।

অ্যাবানডেন্ট লাইফ খ্রিস্টিয়ান স্কুলে প্রায় ৪০০ শিক্ষার্থী রয়েছে, যারা কিন্ডারগার্টেন থেকে উচ্চ বিদ্যালয় পর্যায় পর্যন্ত সেখানে পড়াশোনা করে।

উইসকনসিনের গভর্নর টনি এভার্স এবং প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। বাইডেন বলেন, ‘আমাদের দেশের শিক্ষার্থীদের পড়াশোনা শেখা উচিত, কিন্তু তাদের এখন জীবন বাঁচাতে আত্মরক্ষার কৌশল শিখতে হচ্ছে।’

শিক্ষা প্রতিষ্ঠানে সহিংসতার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে কংগ্রেসকে আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

প্রসঙ্গত, এ বছর যুক্তরাষ্ট্রে ৩০০টির বেশি স্কুলে গুলির ঘটনা ঘটেছে। তবে নারীদের দ্বারা স্কুলে বন্দুক হামলা খুবই বিরল। ২০২৩ সালে টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিলে এক ট্রান্সজেন্ডার ব্যক্তি স্কুলে গুলি চালিয়ে ছয়জনকে হত্যা করে।

গুলি ছাত্রী নিহত যুক্তরাষ্ট্র স্কুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর