জয় দিয়েই বিদায় বললেন সাউদি
১৭ ডিসেম্বর ২০২৪ ০৯:৩৮ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ১৬:১৯
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়েই টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন, ঘোষণাটা দিয়েছিলেন আগেই। নিউজিল্যান্ড পেসার টিম সাউদি শেষবারের মতো মাঠে নেমেছিলেন হ্যামিল্টনে। আগেই সিরিজ হেরে বসা কিউইরা শেষ টেস্টে গিয়ে পেল জয়ের দেখা। সাউদির বিদায়ী ম্যাচে ইংল্যান্ডকে রেকর্ড ৪২৩ রানের ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। দারুণ এক জয় দিয়েই তাই বিদায় বললেন সাউদি।
২০০৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা পোশাকে অভিষেক হয়েছিল সাউদির। এরপর দীর্ঘ ১৭ বছর কিউই পেস আক্রমণের অন্যতম মূল ভরসা ছিলে তিনি। নিউজিল্যান্ডের হয়ে সাউদি খেলেছেন ১০৭ টেস্ট। ক্যারিয়ারের শেষ ম্যাচ পর্যন্ত সাউদির উইকেট সংখ্যা ছিল ৩৯১, গড় ৩০.২৬। ফাইফার নিয়েছেন ১৫ বার, সেরা ফিগার ৬৪ রানে ৭ উইকেট।।
ব্যাট হাতেও সফল ছিলেন সাউদি। রান করেছেন ২২৪৫, আছে ৭টি হাফ সেঞ্চুরিও। ৯৮টি ছক্কা মেরে পৃথিবীর অনেক নামীদামী ব্যাটারের চেয়ে এগিয়ে আছেন সাউদি। নিউজিল্যান্ডের হয়ে ২০২১ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের বড় অর্জনও আছে তার সাফল্যের ঝুলিতে।
ইংল্যান্ডের বিপক্ষে শেষবারের মতো মাঠে নেমেছিলেন সাউদি। দলের জয়ের পর আবেগে আপ্লুত সাউদি বলছেন, নিউজিল্যান্ডের হয়ে খেলতে পেরে গর্বিত তিনি, ‘এত বছর ধরে নিউজিল্যান্ডের হয়ে আনন্দের সাথেই খেলেছি। যারা আমাকে এই সুযোগটা করে দিয়েছেন তাদের ধন্যবাদ। গত ১৭ বছরে সবাই আমার জন্য যা করেছে সেটা আমি কখনোই ভুলব না। সতীর্থ, পরিবার, কোচিং স্টাফ; সবাইকে বিশেষ ধন্যবাদ। সবাই আমার ভালো ও খারাপ সময়ে পাশে ছিলেন। ধন্যবাদ কিউই সমর্থকদেরও। এখন দর্শক হিসেবে নিউজিল্যান্ডের খেলা দেখার জন্য মুখিয়ে আছি।’
২০২৩ সালেই ওয়ানডে থেকে বিদায় নিয়েছিলেন সাউদি। এই বছর বিদায় বললেন অন্য দুই ফরম্যাট থেকেও।
সারাবাংলা/এফএম