বিডিআর বিদ্রোহ তদন্তে ৫ দিনের মধ্যে কমিটি গঠন: স্বরাষ্ট্র উপদেষ্টা
১৭ ডিসেম্বর ২০২৪ ১০:২৯ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ১৫:০১
ঢাকা: বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্ত এবং ন্যয়বিচার নিশ্চিত করতে একটি কমিটি গঠন করতে যাচ্ছে সরকার। আগামী পাঁচ দিনের মধ্যে কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো: জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
উল্লেখ্য, ২০০৯ সালে ২৫ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহ ঘটে। বর্তমান অন্তবর্তী সরকার দায়িত্বে আসার পর ঘটনার পুন:তদন্তের দাবি ওঠেছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, কমিটিতে বেশিরভাগ সদস্য থাকবেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। এখন কমিটির জন্য লোক খোঁজা হবে। তবে সদস্য সংখা কত হবে -তা এখনো ঠিক করিনি। এটা পাঁচ , সাত কিংবা ৯ সদস্য বিশিষ্টও হতে পারে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অবসরপ্রাপ্ত বিচারক, সিভিল সার্ভিস, স্বশস্ত্র বাহিনী, পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তারা এ কমিটিতে থাকবেন। তবে এখানে সশস্ত্র বাহিনীর সদস্য বেশি থাকবে। আইন মন্ত্রণালয়ের সঙ্গে বসে ঠিক করা হবে- কোন প্রক্রিয়ায় কমিটি কাজ শুরু করবে। এ নিয়ে কোনো সমস্যা নেই।
তিনি আরও বলেন, এ ঘটনার পুনঃতদন্তের আদেশ আদালত দিতে পারেন। আমরা যেটা দিচ্ছি সেটা প্রেস ইনকোয়ারি।
‘বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে অন্তর্বতী সরকার বদ্ধপরিকর’ উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নয়, একজন সাবেক সেনা কর্মকর্তা হিসেবে আমি শুরু থেকে বিডিআর বিদ্রোহের ন্যয় বিচার চেয়ে এসেছি। দায়িত্ব নেওয়ার পর থেকেই বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্ত ও ন্যয় বিচার নিশ্চিত করতে সোচ্চার ছিলাম, এখনও আছি। সরকার গঠনের পর থেকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
সারাবাংলা/জেআর/এনজে/ইআ/আরএস