Tuesday 17 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ
মালয়েশিয়াকে ২৯ রানে অলআউট করে সুপার ফোরে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২৪ ১০:৪৫ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ১৬:১৯

বাংলাদেশের মেয়েদের বিশাল জয়

প্রথম ম্যাচে শ্রীলংকাকে হারিয়ে জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করেছিলেন তারা। অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আরও দাপুটে জয় পেল বাংলাদেশ। স্বাগতিক মালয়েশিয়াকে মাত্র ২৯ রানে অলআউট করে ১২০ রানের বিশাল জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সুপার ফোরে ওঠা নিশ্চিত করল বাংলাদেশের মেয়েরা।

কুয়ালালামপুরে টসে জিতে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ৪৫ রান তুলে ভালো সূচনা এনে দেন ফাহমিদা ছোঁয়া ও ইভা। ২৬ রান করা ছোঁয়া ফিরলে জুটি ভাঙে। এরপর দ্রুতই আরও ২ উইকেট হারিয়ে বেশ চাপে পড়েছিল বাংলাদেশ। এরপর জান্নাতুল মাওয়ার দারুণ এক ইনিংসে লড়াই করার স্কোর দাঁড় করায় বাংলাদেশ। ৪৫ বলে ৪৫ রান করে অপরাজিত থাকেন তিনি।

বিজ্ঞাপন

শেষের দিকে সাদিয়া আক্তারের ১৯ বলে ৩১ রানের ক্যামিওতে দলের স্কোর দেড়শর কাছে যায়। শেষ পর্যন্ত ৫ উইকেটে ১৪৯ রান তোলে বাংলাদেশ। মালয়েশিয়ার হয়ে সেরা বোলার মারশা আবদুল্লাহ। ১৯ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি।

জবাবে ব্যাটিংয়ে নেমে দাঁড়াতেই পারে মালয়েশিয়ার ব্যাটিং লাইনআপ। নিশিতা নিশি, হাবিবা পিংকিদের বোলিং তোপে অল্পতেই গুটিয়ে যায় স্বাগতিকরা। দলের কেউই দুই অংক ছুঁতে পারেননি। দলীয় সর্বোচ্চ ৫ রান করেছেন হাউরিন, অতিরিক্ত রান এসেছে ১২! মাত্র ২৯ রানে গুটিয়ে গিয়ে ১২০ রানের বড় পরাজয় বরণ করে নেয় মালয়েশিয়া।

৩ রানে ৫ উইকেট নিয়ে প্রতিপক্ষকে একাই গুড়িয়ে দিয়েছেন নিশি। ৫ রানে ৩ উইকেট নিয়েছেন পিংকি, ২ উইকেট নিয়েছেন আনিশা।

সারাবাংলা/এফএম

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ বাংলাদেশ মালয়েশিয়া

বিজ্ঞাপন

বদলে গেল নারী সাফ ফুটবলের সূচি
১৭ ডিসেম্বর ২০২৪ ১৬:২৪

আরো

সম্পর্কিত খবর