Tuesday 17 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তেজগাঁওয়ে শ্রমিক অসন্তোষ, সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২৪ ১২:৪৩ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ১৫:০০

অস্থায়ী কর্মচারীদের বেতন বকেয়া থাকায় তারা এফডিসি ক্রসিংয়ে ব্যানার নিয়ে রেলপথ অবরোধ করেন। ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানীর তেজগাঁও এলাকায় রেলের অস্থায়ী কর্মচারীদের অসন্তোষের কারণে রেল চলাচল ব্যহত হচ্ছে। সকাল থেকে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

জানা গেছে, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিট থেকে রেল যোগাযোগ বন্ধ আছে।

ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন সারাবাংলাকে জানিয়েছেন, পৌনে ১১টা থেকে কমলাপুর স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি এবং স্টেশনে প্রবেশও করতে পারেনি। শ্রমিকদের আন্দোলনের কারণে রেল লাইনে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় এমন হয়েছে।

উল্লেখ্য, রেলের অস্থায়ী কর্মচারীদের বেতন বকেয়া থাকায় তারা ঢাকার এফডিসি ক্রসিংয়ে ব্যানার নিয়ে রেলপথ অবরোধ করেছেন। ফলে রেল চলাচল বন্ধ হয়ে যায়।

সারাবাংলা/জেআর/ইআ

তেজগাঁও রেল যোগাযোগ বন্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর