নিজের ক্যারিয়ার নিয়ে কোনো আক্ষেপ নেই: সাউদি
১৭ ডিসেম্বর ২০২৪ ১৫:০৬
সাদা বলের ক্রিকেটকে বিদায় বলেছেন আগেই। ইংল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে টেস্ট সিরিজ খেলে বিদায় বলবেন লাল বলের ক্রিকেটকেও, টিম সাউদি ঘোষণা দিয়েছিলেন এমনটাই। সিরিজ হেরে গেলেও শেষ ম্যাচে ৪২৩ রানের বিশাল জয় দিয়েই সাউদির বিদায় রাঙিয়েছে নিউজিল্যান্ড। বিদায়ী ম্যাচের পর সাউদি বলছেন, নিজের ক্যারিয়ার নিয়ে কোনো আক্ষেপ নেই তার।
২০০৮ সালে ১৯ বছর বয়সে কিউইদের হয়ে অভিষেক হয় সাউদির। এরপর তিন ফরম্যাটে নিউজিল্যান্ডের হয়ে দীর্ঘদিন নিয়মিত ক্রিকেট খেলেছেন তিনি। ১০৭ টেস্ট, ১৬১ ওয়ানডে ও ১২৬টি টি-২০ ম্যাচ খেলার পর অবশেষে নিউজিল্যান্ডকে বিদায় বলেছেন ৩৬ বছর বয়সী এই পেসার। তিন ফরম্যাট মিলিয়ে ৩৯৪ ম্যাচে নিয়েছেন ৭৭৬ উইকেট। টেস্টে সাউদির উইকেট ৩৯১ টি, ওয়ানডেতে ২২১, টি-২০তে ১৬৪।
তিন ফরম্যাট মিলিয়ে সাউদি রান করেছেন ৩২৮৮। টেস্টে তার রান ২২৪৫, ওয়ানডেতে ৭৪০ ও টি-২০তে ৩০৩। টেস্টে ৯৮টি ছক্কা মেরে অনেক নামীদামী ব্যাটারকেও ছাড়িয়ে গেছে সাউদি।
ইংল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়া জয়ের পর স্যার রিচার্ড হ্যাডলির কাছ থেকে বিশেষ সম্মাননা পদক নিয়েছেন সাউদি। সাউদি বলছেন, নিজের ক্যারিয়ার নিয়ে কোনো আক্ষেপ নেই তার, ‘অবসরের সিদ্ধান্তটা কঠিন ছিল। কিন্তু আমার মনে হয় সঠিক সময়েই এটা নিয়েছি। আমার প্রিয়জনদের কাছে যদিও এটা খুবই কষ্টদায়ক ছিল। খেলাটা আমাকে অনেক কিছু দিয়েছে। ১৯ বছর থেকে খেলছি আমি। প্রায় ১৭ বছর পার হতে চলেছে। নিজের ক্যারিয়ার নিয়ে আমি খুবই খুশি, কোনো আক্ষেপ নেই কিছুতে। আমি খেলাটাকে খুবই মিস করব।’
টেস্টে ৯৮টি ছক্কা হাঁকানো সাউদির সামনে ছিল ১০০ ছক্কা মেরে ইতিহাস গড়ার হাতছানি। শেষ পর্যন্ত সেটা আর করতে পারেননি তিনি। সাউদি বলছেন, এরকম অনেক রেকর্ড না হওয়া নিয়ে ভাবেননি তিনি, ‘১০০ ছক্কা, ৪০০ উইকেট, ১০০ ক্যাচ, এরকম কতকিছুই তো আছে! সবকিছু হলেই তো অনেক ভালো হতো। কিন্তু আমি যা পেয়েছি সেটাতেই সন্তুষ্ট। নিউজিল্যান্ডকে আমি শৈশব থেকেই প্রতিনিধিত্ব করতে চেয়েছিলাম। তাই দিনশেষে প্রায় ৮০০ উইকেট নিয়ে বিদায় বলতে পারাটা খুবই তৃপ্তিদায়ক।’
তারুণ্যনির্ভর নিউজিল্যান্ডের উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন সাউদি , ‘এই দলটায় দুর্দান্ত কিছু তরুণ ক্রিকেটার আছে। আশা করি তারা নিউজিল্যান্ড ক্রিকেটকে অনেক কিছুই দেবে। বোলিং বিভাগটা তরুণ বোলাররা ভালোভাবে সামলাবে, এটাই কামনা করি।’
সারাবাংলা/এফএম