তেজগাঁওয়ে শ্রমিকদের বিক্ষোভ, কমলাপুরে ভোগান্তি যাত্রীদের
১৭ ডিসেম্বর ২০২৪ ১৫:৪০ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ১৭:১০
ঢাকা: বকেয়া বেতন আদায়ের দাবিতে ঢাকার এফডিসি রেলক্রসিংয়ে রেলপথ অবরোধ করেছে রেলের অস্থায়ী কর্মচারীরা। ফলে সকাল ১০টা ৪৫ মিনিট থেকে ঢাকার সঙ্গে সারাদেশের রেল চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন স্টেশনে থাকা যাত্রীরা।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরের পরেও সকালের ট্রেনের যাত্রীরা কমলাপুর রেলস্টেশনে অপেক্ষা করছেন। বিশেষ করে নারী ও শিশু যাত্রীরা বেশি ভোগান্তিতে পড়েছেন। স্টেশন সূত্রে জানা গেছে, সকাল পৌনে ১১টা থেকেই এই পরিস্থিতি।
কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীর তেজগাঁও এলাকায় শ্রমিক আন্দোলনের কারণে দীর্ঘ সময় ধরে ঢাকায় কোনো ট্রেন প্রবেশ বা বাহির হতে পারছেনা। অবরোধের কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। অবরোধ উঠে গেলে ট্রেন চলাচল শুরু হবে।
সরেজমিনে দেখা যায়, ঢাকা-তারাকান্দি রুটে চলাচল করা ‘অগ্নিবীণা এক্সপ্রেস’ কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা ছিলো বেলা সাড়ে ১১টা। কিন্তু দুপুর আড়াইটা পর্যন্ত ট্রেনটি ঠায় দাঁড়িয়ে স্টেশনের ৬নম্বর প্লাটফর্মে। একই পরিস্থিতি রাজশাহী কমিউটারের ক্ষেত্রে। দুপুর ১২টা ২০ মিনিটে ছাড়ার কথা থাকলেও সেটিও দুপুর গড়িয়ে গেলে প্লাটফর্মে পৌঁছাতে পারেনি।
পাঁচ মাসের বকেয়া বেতন পরিশোধ, সব শ্রমিকের বেতন পরিশোধ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি নিয়ে সকালে বাংলাদেশ রেলওয়ের কিছু অস্থায়ী কর্মী রাজধানীর তেজগাঁওয়ে রেলপথ অবরোধ করে রেখেছেন।
অস্থায়ী এসকল কর্মী (টিএলআর) প্রাত্যহিক কাজের ভিত্তিতে মজুরি পান। তাঁরা রেলের কর্মচারী নন। তাঁরা রেলওয়ের বিভিন্ন দফতরের পোর্টার, গেটকিপার (ট্রাফিক/ইঞ্জিনিয়ারিং), খালাসি, ওয়েম্যান, অফিস সহকারী, ওয়েটিং রুম কেয়ারটেকারসহ বিভিন্ন পদে দীর্ঘদিন ধরে কর্মরত। অস্থায়ী কর্মীদের এই অবরোধ লাইন সরিয়ে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ের সূত্র।
সারাবাংলা/জেআর/এমপি