রাশিয়ায় বোমা বিস্ফোরণে সামরিক কর্মকর্তা নিহত
১৭ ডিসেম্বর ২০২৪ ১৬:১৬ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ১৭:১০
রাশিয়ার মস্কোতে বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন দেশটির একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা। রাজধানীর একটি ভবনের বাইরে স্কুটারে লুকিয়ে রাখা বোমা বিস্ফোরণে এই দুর্ঘটনা হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এএফপির তথ্যটি জানিয়েছে।
নিহত কর্মকর্তার নাম ইগর কিরিলোভ। তিনি রুশ সশস্ত্র বাহিনীর রাসায়নিক, জৈবিক ও বিকিরণ প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ছিলেন। বিস্ফোরণে তার এক সহকারীও নিহত হয়েছেন।
এই ঘটনার তদন্তকারীরা জানান, মস্কোর রিয়াজানস্কি অ্যাভিনিউতে সকালে একটি আবাসিক ভবনের প্রবেশদ্বারের কাছে দাঁড় করিয়ে রাখা একটি স্কুটারে লাগানো বিস্ফোরক যন্ত্রটি বিস্ফোরিত হয়। রাশিয়ার সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, বিস্ফোরণে ভবনের বেশ কয়েকটি জানালা ভেঙে যায় এবং সদর দরজা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
গণমাধ্যমের তথ্য থেকে জানা যায়, ওই এলাকায় নজরদারি ক্যামেরার অভাব রয়েছে বলে বাসিন্দারা জানিয়েছেন। ফ্ল্যাটের ওই ব্লকে কী ঘটছে সেটিও ক্যামেরায় রেকর্ড হয়নি।
সারাবাংলা/এইচআই