পঞ্চদশ সংশোধনী নিয়ে অ্যাটর্নি জেনারেল
‘অন্তবর্তী সরকারই হতে পারে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকার’
১৭ ডিসেম্বর ২০২৪ ১৭:২৫ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ১৭:৫৬
ঢাকা: পঞ্চদশ সংশোধনীর রায়ের প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, অন্তবর্তী সরকারই পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) পঞ্চদশ সংশোধনী মামলার রায় ঘোষণার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন।
আসাদুজ্জামান বলেন, ‘জ্ঞানপাপী একজন জাস্টিজ (বিচারপতি) ছিলেন। তার নাম খায়রুল হক। উনি মূল রায় থেকে ডিভিয়েন করে (পথভ্রষ্ট) ১৭ মাস পর রায় রিলিজের (প্রকাশের) সময় বলেন, পরবর্তী দুটি নির্বাচন কোন ফর্মে হবে তা সংসদ ঠিক করবে। উনাদের থেকে দলছুট হয়ে সিনহা বাবু বলেন (বিচারপতি এস কে সিনহা), আগামী দুটি নির্বাচনই হবে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে। খাইরুল হকের সঙ্গে তাল মেলালেন আরেকজন।’
এ সময় একজন বলেন, ‘মানিক সাহেব?’ তখন অ্যাটর্নি জেনারেল বলেন, ‘না না, জুডিসিয়ারি মানিক যতটুকু ধ্বংস করেছে, তার চেয়ে বেশি দায়ী সৈয়দ মাহমুদ হোসেন (সাবেক প্রধান বিচারপতি)।’
তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয়। কারণ, আজকের রায়ের মধ্যে বলেছে, তত্ত্বাবধায়ক সরকার সাংবিধানিকভাবেই বৈধ সরকার। ১০৬ অনুচ্ছেদের প্রেক্ষাপটে মতামত নিয়ে করা হয়েছে। প্রধান বিচারপতির নেতৃত্বে ফুল বেঞ্চ মতামত দিয়েছেন, এটি সাংবিধানিক মতামত। ওই সময় জানতে চাওয়া হয়, অন্তর্বর্তী সরকার গঠনে আইনি কোনো বাধা আছে কি না? সুপ্রিম কোর্ট গোটা প্রেক্ষাপট বিবেচনা নিয়ে বলছে, এটা বৈধ ও সাংবিধানিক সরকার হবে। এটার সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের কোনো সাংঘর্ষিক প্রবিশন নেই।’
এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল তার মতামত তুলে ধরে বলেন, ‘বর্তমান অন্তবর্তী সরকারই পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে। এই সরকারই তত্ত্বাবধায়ক সরকারে রিনেমড হবে। এই উপদেষ্টারাই যখন তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমে চলে যাবেন। এটা নিয়ে সাংবিধানের সঙ্গে সাংঘর্ষিকের কোনো জায়গা নেই।’
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপিল বিভাগে যে রিভিউ পেন্ডিং আছে তা বাইপাস করেই এই রায়ের প্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকারে ফিরে যাওয়ার সম্ভাবনা আছে। কেন আছে? তত্ত্বাবধায়কের ত্রয়োদশ সংশোধনীতে দুটি রেশিও। এক তত্ত্বাবধায়ক সরকার বৈধ নাকি অবৈধ। এই পার্টে চারজন বলছেন অবৈধ, তিনজন বললেন বৈধ। দ্বিতীয় পার্টে সবাই বললেন, পরবর্তী নির্বাচন তত্ত্বাবধায়কের অধীনে হবে। এই যে পরবর্তী নির্বাচন তত্ত্বাবধায়কের অধীনে হবে, তার আগেই পঞ্চদশ সংশোধনী চলে এসেছে। তাহলে ধরে নেওয়া হবে, ওই জাজমেন্ট রেশিও এখনো কার্যকর আছে। তাহলে কমপক্ষে আগামী দু’টি নির্বাচন তো আপিল বিভাগের অ্যাটেনশন লাগে না।’
সারাবাংলা/কেআইএফ/পিটিএম
অন্তর্বর্তী সরকার অ্যাটর্নি জেনারেল টপ নিউজ তত্ত্বাবধায়ক সরকার সংবিধান পঞ্চদশ সংশোধনী