Tuesday 17 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষক-সহপাঠীকে হত্যা, আত্মহত্যা করল ১৫ বছরের কিশোরী

আন্তর্জাতিক ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২৪ ১৭:০৮ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ১৯:৪১

ছবি: সিএনএন

যুক্তরাষ্ট্রে উইসকনসিনের একটি স্কুলে শিক্ষক ও সহপাঠীকে গুলি করে হত্যার পরে আত্মহত্যা করেছে ১৫ বছরের কিশোরী। এ ছাড়া এ ঘটনায় আরও ছয় জন আহত হয়েছেন, এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানিয়েছে, গুলি চালানো ওই শিক্ষার্থীর নাম নাটালি রুপনো। ওই শিক্ষার্থী এলোপাতাড়ি গুলি চালিয়ে পরে আত্মহত্যা করেন। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন। কীভাবে কিশোরী মেয়েটি গুলির ঘটনা ঘটালো, তা তদন্ত করা হচ্ছে। মেয়েটির পরিবার পুলিশকে তদন্তে সহযোগিতা করছে বলে জানান পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার উইসকনসিনের অ্যাবান্ডেন্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুলে এ ঘটনা ঘটেছে। স্কুলটিতে কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। সবমিলিয়ে প্রায় ৪০০ শিক্ষার্থী পড়াশোনা করে এই স্কুলে।

ম্যাডিসন পুলিশ প্রধান শন বার্নস সংবাদ সম্মেলনে বলেন, গুলিতে আহত দুই শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া একজন শিক্ষক এবং আরও তিনজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। আশা করা হচ্ছে তারা বেঁচে যাবেন।

শন বার্নস বলেন, দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী প্রথমে ৯১১ নম্বরে ফোন করে স্কুলে গুলির ঘটনাটি জানায়। এরপর দ্রুত পুলিশ সেখানে উপস্থিত হয়ে তিনজনকে মৃত অবস্থায় পায়।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ওই স্কুলে গুলি চালানোর ঘটনা এ বছরের ৮৩তম ঘটনা, যা একক কোনো বছরে সর্বোচ্চ।

এর আগে, গত সপ্তাহে জর্জিয়ার একটি স্কুলে হামলায় চার জন নিহত হওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় ১৪ বছরের এক বন্দুকধারী জড়িত ছিল।

সারাবাংলা/এইচআই

গুলি করা হত্যা যুক্তরাষ্ট্র শিক্ষক-সহপাঠীকে হত্যা

বিজ্ঞাপন

সামনে এলেন ফেলুবক্সীর পরি
১৭ ডিসেম্বর ২০২৪ ১৯:২৯

আরো

সম্পর্কিত খবর