শীতার্তদের জন্য কম্বল কিনতে ১৫ কোটি ৯ লাখ টাকা বরাদ্দ
স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২৪ ১৭:৫১ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ১৮:৫৮
১৭ ডিসেম্বর ২০২৪ ১৭:৫১ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ১৮:৫৮
ঢাকা: শীত মোকাবিলায় শীতার্ত ও দুঃস্থদের মাঝে বিতরণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কম্বল কিনতে ৮ বিভাগের ৬৪ জেলার ৪৯৫ টি উপজেলায় ৩ লাখ টাকা করে ১৫ কোটি ৯ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, কম্বল ক্রয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল আর্থিক বিধি-বিধান যথাযথভাবে প্রতিপালন এবং জেলা প্রশাসকদেরকে তাদের অধিক্ষেত্রাধীন উপজেলা নির্বাহী অফিসারদের মাধ্যমে বরাদ্দ দ্বারা জরুরি ভিত্তিতে কম্বল ক্রয় করে দুঃস্থদের মাঝে বিতরণের বিষয়টি নিবিড়ভাবে তদারকি করার জন্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
সারাবাংলা/জেআর/এসডব্লিউ