১৭ শহিদ পরিবারের পাশে তারেক রহমান
১৭ ডিসেম্বর ২০২৪ ১৮:১৫ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ২১:৫৪
ঢাকা: ছাত্র-জনতার গণআন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে জামালপুর জেলায় নিহত শহিদ পরিবারের স্বজনদের সঙ্গে দেখা করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার দুপুরে (১৭ ডিসেম্বর) দুপুরে জামালপুরের শফি মিয়া বাজার সংলগ্ন ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে আয়োজিত অনুষ্ঠানে ১৭টি শহিদ পরিবারকে তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন বিএনপির কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত।
এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, জাতীয়তাবাদী ছাত্রদল নেতা মিসবাহ প্রমুখ।
এছাড়া জামালপুর জেলা বিএনপির সভাপতি মো. ফরিদুল কবীর তালুকদার শামীম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, নির্বাহী কমিটির সদস্য সুলতান মাহমুদ বাবু, ময়মনসিংহ বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ ওয়ারেস মামুনসহ জেলা ও স্থানীয় বিএনপির নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এজেড/পিটিএম