Tuesday 17 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংস্কার হতে হবে দ্রুতগতিতে : নোমান

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২৪ ১৯:২৩ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ২১:৫৩

চট্টগ্রাম ব্যুরো : বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, ‘অন্তবর্তী সরকার সংস্কার কার্যক্রম শুরু করেছে, আমরা সাধুবাদ জানাই। তবে সংস্কার কার্যক্রম হতে হবে দ্রুতগতিতে। অতি দ্রুত সংস্কার কাজ শেষ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। নির্বাচিত রাজনৈতিক সরকার ছাড়া দেশে স্থিতিশীলতা আসবে না। কারণ জনগণের কাছে নির্বাচিত সরকারের জবাবদিহিতা রয়েছে।’

বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর) নির্বাচনী এলাকার বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে নগরীর হালিশহর নয়াবাজার বিশ্বরোড মোড়ে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

বিজ্ঞাপন

আবদুল্লাহ আল নোমান বলেন, ‘আমাদের মুক্তিযুদ্ধ ও ত্রিশ লাখ শহিদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কোনো একক দলের কৃতিত্ব নয়। ১৯৭১ সালের ২৬ মার্চ শহিদ জিয়া ঘোষণা না দিলে আমাদের স্বাধীনতা অর্জন অনেক বিলম্বিত হতো। সেদিন শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগ নেতৃত্বের সিদ্ধান্তহীনতার কারণেই মেজর জিয়াকে স্বাধীনতার ঘোষণা দিতে হয়েছিল। শহিদ জিয়া শুধু স্বাধীনতার ঘোষণা দিয়ে ক্ষান্ত হননি, তিনি মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, জীবনবাজি রেখে যুদ্ধ করেছেন।’

বিএনপি সংখ্যাগরিষ্ঠ মুক্তিযোদ্ধার দল মন্তব্য করে তিনি বলেন, ‘শহিদ জিয়া স্বাধীনতার ঘোষক হলেও মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে কোনো রাজনৈতিক সুবিধা গ্রহণ করেননি। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করেছে। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে এবং মুক্তিযুদ্ধের কৃতিত্বের মিথ্যা দাবি করে রাজনৈতিক ফায়দা হাসিলের মাধ্যমে দুর্নীতি ও লুটপাট করেছে।’

বিজ্ঞাপন

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘একটি মহল ত্রিশ লাখ শহিদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে নিয়ে নতুন করে অপপ্রচার চালাচ্ছে এবং ষড়যন্ত্র শুরু করেছে। এই ষড়যন্ত্র আমরা বীর মুক্তিযোদ্ধারা রুখে দেব। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে যদি আমরা এগিয়ে যাই, তাহলে কোনো অপশক্তি আমাদের দমিয়ে রাখতে পারবে না।’

সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান আরও বলেন, ‘আগস্ট বিপ্লবে দেশ ছেড়ে পালিয়ে গিয়ে ভারতে নির্বাসিত স্বৈরাচার শেখ হাসিনা। রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে আওয়ামী লীগ এখন দেশবিরোধী ষড়যন্ত্র করছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আওয়ামী লীগের দেশ এবং সার্বভৌমত্ব বিরোধী যে কোনো চক্রান্ত দেশের জনগণ এবং বিএনপি রাজনৈতিকভাবে প্রতিহত করবে।’

হালিশহর থানা বিএনপির সাবেক সভাপতি মোশারফ হোসেন ডিপ্টির সভাপতিত্বে সমাবেশে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দীন, নগর কমিটির সাবেক সহ-সভাপতি শামসুল আলম, যুগ্ম আহ্বায়ক আহমেদুল আলম চৌধুরী রাসেল, তরুণ রাজনীতিক সাঈদ আল নোমান, কেন্দ্রীয় শ্রমিক দলের যুগ্ম সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার, নগর মহিলা দলের সাধারণ সম্পাদক জেলী চৌধুরী বক্তব্য রাখেন।

সারাবাংলা/আরডি/আরএস

আবদুল্লাহ আল নোমান বিএনপি

বিজ্ঞাপন

হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ল
১৭ ডিসেম্বর ২০২৪ ২১:৩৩

আরো

সম্পর্কিত খবর