Tuesday 17 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘২০২৬ সালের ৩০ জুনের মধ্যে নির্বাচন’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২৪ ১৯:৫৫ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ২০:০১

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ছবি

ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতীয় নির্বাচন কবে হবে তার রোডম্যাপ প্রধান উপদেষ্টা তার ভাষণে দিয়েছেন। এর চেয়ে পরিষ্কার রোডম্যাপ কী হতে পারে? আপনি আশা করতে পারেন ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে নির্বাচন হবে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে ব্রিফিংকালে প্রধান উপদেষ্টর প্রেস সচিব শফিকুল আলম এসব কথা জানান। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সেক্রেটারি ফয়েজ আহম্মদ।

বিজ্ঞাপন

বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়েছে। এ বিষয়ে সরকারের পদক্ষেপ জানতে চাইলে শফিকুল আলম বলেন, ‘নির্বাচনি রোডম্যাপ খুব করে স্পষ্ট দেওয়া হয়েছে। চূড়ান্ত তারিখ কী? সেটা নির্ভর করবে সংস্কারের ওপর। তিনি একটা সময় দিয়ে দিয়েছেন। এর চেয়ে পরিষ্কার রোডম্যাপ কী হতে পারে? আপনি আশা করতে পারেন ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে নির্বাচন হবে। এখন আপনি যদি বলেন মনোনয়ন দাখিলের সময় কবে? সেটা নির্বাচন কমিশন দেবে।’

আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ, কবে মনোনয়ন দাখিল হবে এগুলো নির্বাচন কমিশনের কাজ। সরকারের কাজ হচ্ছে নির্বাচন কমিশনকে সহায়তা করা। নির্বাচনটা যাতে সুষ্ঠু হয় এ জন্য প্রয়োজনীয় সংস্কারের জাতীয় দাবি আছে রাজনৈতিক দল ও মানুষের পক্ষ থেকে।’

তিনি বলেন, ‘আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে পুরোপুরি ধ্বংস করা হয়েছে। মানুষ দীর্ঘদিন ধরে ভোট দিতে পারেনি। প্রধান উপদেষ্টার কাছে তরুণদের দাবি- তারা যেন ভোট দিতে পারে, নাগরিক অধিকার নিশ্চিত যেন হয়।’

বিজ্ঞাপন

আজাদ মজুমদার বলেন, ‘সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে জাতীয় উদ্যোগের চেষ্টা হবে। জাতীয় ঐক্যমতে সংস্কারের বিষয়গুলো তৈরি হয়ে গেলে নির্বাচনের দিনক্ষণ নির্বাচন কমিশন জানিয়ে দিতে পারবে। নির্বাচনের প্রস্তুতির কাজ কমিশন শুরু করে দিয়েছে। নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ জানতে হলে সবার উচিত নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করা। মোটা দাগে সরকার নির্বাচনের সম্ভাব্য সময়সীমার কথা বলেছেন।’

এই সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের জন্য বিভিন্ন প্রয়োজনীয়তার কথা এরই মধ্যে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

সারাবাংলা/জিএস/পিটিএম

২০২৬ সাল ৩০ জুন নির্বাচন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম

বিজ্ঞাপন

‘অতিথি পাখি’ হতে আসেননি শামীম
১৭ ডিসেম্বর ২০২৪ ২০:০২

সামনে এলেন ফেলুবক্সীর পরি
১৭ ডিসেম্বর ২০২৪ ১৯:২৯

আরো

সম্পর্কিত খবর