Tuesday 17 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপির জনসমর্থন দেখে অনেকের হিংসা হচ্ছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২৪ ২০:২০ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ২৩:০৭

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

ঢাকা: বিএনপির জনসমর্থন দেখে অনেকের হিংসা হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) গাজীপুর জেলা বিএনপির উদ্যোগে সাগর সৈকত কনভেনশন সেন্টারে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, ‘একজন রাজনৈতিক কর্মীর সবচেয়ে বড় সফলতা হচ্ছে মানুষের বিশ্বাস অর্জন করা। আমরা জনগণের সর্মথন নিয়ে স্বৈরাচার সরকারকে পালিয়ে যেতে বাধ্য করেছি। কিন্তু স্বৈরাচার দেশ ছেড়ে পালালেও তাদের ষড়যন্ত্র থামেনি। বিএনপির জনসমর্থন দেখেও অনেকের হিংসা হচ্ছে, তারাও বসে নেই। কাজেই বিএনপির নেতাকর্মীদের সকল ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ ও সচেতন থাকতে হবে।’

তিনি বলেন, ‘অনেকে ভাবতে পারেন আগামীর নির্বাচন সহজ হবে। কিন্তু না, আগামী নির্বাচন অত্যন্ত কঠিন হবে। তাই, জনগণের সমর্থন, আস্থা, বিশ্বাস নিয়ে রাষ্ট্র পরিচালনা জন্য নিজেদের সক্ষমতা অর্জন করতে হবে। বিএনপির নেতা-কর্মীদের ওপর জনগণের যে আস্থা, বিশ্বাস রয়েছে, তা যেকোনো মূল্যে ধরে রাখতে হবে। আস্থা নষ্ট হয় এমন কোনো কর্মকাণ্ডে লিপ্ত হওয়া যাবে না।’

তারেক রহমান বলেন, ‘নিশি রাতের নির্বাচন ও ভোট ডাকাতির নির্বাচনে বিশ্বাসী নয় বিএনপি। যেকোনো মূল্যে মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র মেরামত করতে হবে।’ তিনি বলেন, ‘বাংলাদেশ ও বাংলাদেশের স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, থেমে যায়নি। স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের শরীরের বিভিন্ন অংশ রয়ে গেছে। তারা কিন্তু ভেতরে ভেতরে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। অতএব তাদের প্রতি সকলকে সজাগ থাকতে হবে।’

বিজ্ঞাপন

গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নানের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা, বিএনপির নির্বাহী সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, সহ-শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, মেয়র মজিবুর রহমান, আক্তারুল আলম মাস্টার প্রমুখ।

সারাবাংলা/এজেড/পিটিএম

জনসমর্থন বিএনপি হিংসা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর