Tuesday 17 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা ছাড়াল ৯৯ হাজার, আরও ২ জনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২৪ ২১:২৬

ডেঙ্গু রোগীর সংখ্যা ছাড়াল ৯৭ হাজার, মৃত্যু আরও ১

ঢাকা: সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ে দেশে ৩১১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে দেশে চলতি বছরের ১৭ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯ হাজার ২৯৫ জন। এর মাঝে ৯৭ হাজার ২১১ সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন দুইজন। চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৫১ জন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার এন্ড কন্ট্রোল রুম থেকে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিগত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মাঝে পুরুষ ১৯৩ জন ও নারী ১১৮ জন।

স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগীয় এলাকার (মহানগরীর বাইরে) হাসপাতালে একজন ও খুলনা বিভাগীয় (মহানগরীর বাইরে) এলাকার হাসপাতালে একজন মারা গেছেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৭ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তদের মাঝে ৬৩.১ শতাংশ পুরুষ এবং ৩৬.৯ শতাংশ নারী রয়েছেন। চলতি বছর এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৫১ জন। এর মাঝে ৫১.৭ শতাংশ নারী ও ৪৮.৩ শতাংশ পুরুষ।

প্রতিষ্ঠানটি জানায়, বিগত ২৪ ঘণ্টায় ঢাকার দুই সিটি করপোরেশনের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১২১ জন নতুনভাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় বিগত ২৪ ঘণ্টায় ৪৯ জন রোগী নতুনভাবে হাসপাতালে ভর্তি হয়েছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে।

বিজ্ঞাপন

বিগত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে ৪০ জন, খুলনা বিভাগে ৩২ জন, রাজশাহী বিভাগে সাত জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। রংপুর বিভাগে কেউ হাসপাতালে ভর্তি না হলেও বরিশাল বিভাগে ৫১ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিগত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন। সিলেট বিভাগে বিগত ২৪ ঘণ্টায় একজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার ৫৩৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সারাবাংলা/এসবি/আরএস

ডেঙ্গু রোগী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর