ঢাকায় নিখোঁজ ২ বোনকে পটুয়াখালী থেকে উদ্ধার
১৮ ডিসেম্বর ২০২৪ ০২:৪৯
ঢাকা: রাজধানীর কদমতলী থেকে নিখোঁজ দুই বোনকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) পটুয়াখালীর দশমিনা থেকে তাদের উদ্ধার করা হয়। পরে দশমিনা থানা পুলিশের কাছে দুই বোনকে হস্তান্তর করা হয়েছে। এদিন রাতে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস সারাবাংলাকে এ তথ্য জানিয়েছেন।
র্যাব জানায়, রাজধানীর কদমতলী এলাকা থেকে ১৪ ডিসেম্বর নিখোঁজ হন দুই বোন। তাদের অপহরণ করা হয়েছিল। র্যাবের একাধিক ব্যাটালিয়ন যৌথ অভিযান চালিয়ে পটুয়াখালীর দশমিনা এলাকা থেকে দুই বোনকে উদ্ধার করে।
লে. কর্নেল মুনীম জানান, ঘটনার দিন দুই বোন তাদের নানী ও খালাকে এগিয়ে দেওয়ার জন্য ঢাকার কদমতলীর জাপানী বাজার এলাকায় গিয়ে আর বাসায় ফিরেনি। সম্ভাব্য জায়গায় খোঁজাখুজি করে তাদের সন্ধান না পেয়ে নিখোঁজের বাবা বাদী হয়ে কদমতলী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
তিনি আরও জানান, পরে তাদের দু’জনকে দ্রুত উদ্ধার ও ঘটনার রহস্য উদঘাটনে গোয়েন্দা নজরদারি শুরু করে র্যাব। এরই ধারাবাহিকতায় যৌথ অভিযান চালিয়ে দুই বোনকে উদ্ধার করা হয়। অপহরণকারীদের শনাক্তে র্যাব কাজ করছে।
সারাবাংলা/ইউজে/পিটিএম