বিশ্ব ইজতেমায় দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৩
১৮ ডিসেম্বর ২০২৪ ০৮:৪০ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ১১:০৬
টঙ্গী: টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা মাঠে সাদপন্থি ও জোবায়েরপন্থিদের মধ্যে সংঘর্ষে বেলাল হোসেন (৫৫), বাচ্চু মিয়া (৭০) এবং তাইজুল ইসলাম (৬৫) নামে তিন মুসল্লি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১১ জন।
বুধবার (১৮ ডিসেম্বর) ভোর ৪টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর সংঘর্ষে আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বেলাল হোসেনকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ছাড়া সাদ অনুসারীদের তাবলীগের সদস্য মুফতি মুয়াজ বিন নূর তিন জন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের মধ্যে সাত জনকে ঢামেকে চিকিৎসাধীন। অন্যরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে সাদপন্থি একাধিক মুসল্লি জানান, ২০ তারিখ থেকে ইজতেমা মাঠে জোর ইজতেমা শুরু হওয়ার কথা রয়েছে। সে জন্য তারা মঙ্গলবার (১৭ ডিসেম্বর) থেকেই সেখানে উপস্থিত হতে শুরু করেন। ভোরে মাঠে প্রবেশের চেষ্টা করলে প্রথমে বাধা দেন জোবায়েরপন্থিরা। তবে প্রশাসনের সহযোগিতায় তারা ভোরে মাঠে ঢুকার কিছুক্ষণ পর জোবায়েরপন্থিরা তাদের ওপর আক্রমণ করে। এতে তাদের এক মুসল্লি নিহত হন এবং আরও বেশ কয়েকজন আহত হন।
আহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার আব্দুর রউফ (৫৫), ময়মনসিংহ জেলার মজিবুর রহমান (৫৮), আব্দুল হান্নান (৬০), গাজীপুর জেলার জহুরুল ইসলাম (৩৮), গোপালগঞ্জ জেলার আরিফ (৩৪), ঢাকা জেলার ফয়সাল (২৮), নরসিংদী জেলার তরিকুল (৪২), চট্টগ্রাম জেলার সাহেদ (৪৪), নরসিংদী জেলার উকিল মিয়া (৫৮), গাজীপুর জেলার পান্ত (৫৫), খোরশেদ আলম (৫০), কেরানীগঞ্জ জেলার বেলাল (৩৪), নারায়ণগঞ্জ জেলার আনোয়ার (৫০), আবু বক্কর (৫৯), আরিফুল ইসলাম (৫০), ঢাকা জেলার আনোয়ার (২৬), নোয়াখালী জেলার আনোয়ার (৭৬), সাতক্ষীরা জেলার ফোরকান আহমেদ (৩৫)। বাকি আহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
সারাবাংলা/এসএসআর/এসডব্লিউ