Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিফা বর্ষসেরা
বছরের সেরা গোলরক্ষক এমি মার্টিনেজ

স্পোর্টস ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২৪ ০৯:২১ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ১১:৩০

বর্ষসেরা গোলকিপার হলেন এমি

ব্যালন ডি অর ঘোষণার সময় সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছিলেন তিনি। এবার ফিফার বর্ষসেরা গোলকিপারের পুরস্কারটাও উঠল আর্জেন্টিনা ও অ্যাস্টন ভিলা কিপার এমি মার্টিনেজের হাতে। তিন বছরের মাঝে দ্বিতীয়বারের মতো এই খেতাব জিতলেন এমি।

২০২৪ সালটা দুর্দান্ত কেটেছে এমির। আর্জেন্টিনার হয়ে টানা দ্বিতীয় কোপা আমেরিকা জিতেছেন তিনি। কোপাতে পেনাল্টি শুটআউট থেকে শুরু করে নির্ধারিত সময়ের খেলা, সবখানেই এমি ছিলেন দারুণ ফর্মে। চোখ ধাঁধানো কিছু সেভ করে দলকে আবারও কোপা আমেরিকা জয়ের স্বাদ এনে দেন তিনি।

বিজ্ঞাপন

জাতীয় দলের পাশাপাশি অ্যাস্টন ভিলার হয়েও আলো ছড়িয়েছেন এমি। তার দুর্দান্ত কিপিংয়ে ভর করেই ৪১ বছর পর চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিয়েছিল ভিলা। লিগ ও চ্যাম্পিয়নস লিগে এমির বীরত্বেই দারুণ লড়াই উপহার দিচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ভিলা।

জাতীয় দল ও ক্লাবের হয়ে এমন দারুণ পারফরম্যানের সুবাদেই ফিফার বর্ষসেরা গোলরক্ষকের খেতাব জিতেছেন এমি। তিনি পেছনে ফেলেছেন ম্যানচেস্টার সিটি ও ব্রাজিলের গোলকিপার এডারসনকে। গতবার এমিকে হারিয়ে বর্ষসেরা হয়েছিলেন এডারসন। তার আগের বছরে সেরা হয়েছিলেন এমিই।

বর্ষসেরা হয়ে এমি বলছেন, দ্বিতীয়বার এই পুরস্কার জেতা তার কাছে স্বপ্নের মতো, ‘এই পুরস্কার আবার জেতাটা রীতিমত স্বপ্নের মতো! আমি নিজের সতীর্থ, পরিবার ও সমর্থকদের এটা উৎসর্গ করতে চাই। কঠোর পরিশ্রম, প্যাশন ও নিজের উপর বিশ্বাসই আমাকে এখানে নিয়ে এসেছে।’

সারাবাংলা/এফএম

এমি মার্টিনেজ ফিফা বর্ষসেরা সেরা গোলরক্ষক

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর