স্পেশাল করেসপন্ডেন্ট
পরিবেশ দূষণ, ভেজাল খাবার, দুশ্চিন্তাসহ নানা কারণে বাংলাদেশসহ বিশ্বব্যাপী বন্ধ্যাত্ব সমস্যা বাড়ছে। বর্তমানে এ হার নারী ও পুরুষের মধ্যে প্রায় সমান সমান। কিন্তু যথাযথ চিকিৎসা, সুস্থ ও সচেতন জীবন যাপনের মাধ্যমে এ সমস্যা মোকাবিলা করা সম্ভব- জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।
আজ ২১ ডিসেম্বর অবস অ্যান্ড গাইনি বিভাগের উদ্যোগে ‘ওভারভিউ অব মেল অ্যান্ড ফিমেল ইনফারটিলিটি অ্যান্ড আনএক্সপ্লেইনড ইনফারটিলিটি’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা জানান। বিশ্ববিদ্যালয়ের অবস অ্যান্ড গাইনি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. ফাতেমা পারভীনের সভাপতিত্বে অধ্যাপক ডা. কামরুল হাসান খান বন্ধ্যাত্ব বিষয়ে আরও বেশি গবেষণার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। তিনি বলেন, এ ধরণের রোগীদের চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসকদের রোগীর প্রতি যত্নশীল হতে হবে এবং সতর্কতা অবলম্বন করতে হবে। একইসঙ্গে রোগীর পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করতে হবে বলেও জানান উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।
সারাবাংলা/জেএ/ এমএ