টঙ্গীতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন, কাকরাইল ও ঢামেকে নিরাপত্তা জোরদার
১৮ ডিসেম্বর ২০২৪ ১২:০০ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ১২:২৩
ঢাকা: টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষে তিন জন নিহতের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় চার প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় রাজধানীর কাকরাইল মসজিদ ও ঢাকা মেডিকেল এলাকায় র্যাব-৩ এর নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বিজিবির মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, সাদ অনুসারীদের তাবলীগের সদস্য মুফতি মুয়াজ বিন নূর ইজতেমা মাঠে সাদপন্থি ও জোবায়েরপন্থিদের মধ্যে সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছন।
নিহতরা হলেন- বেলাল হোসেন (৫৫), বাচ্চু মিয়া (৭০) এবং তাইজুল ইসলাম (৬৫)।
সাদপন্থি একাধিক মুসল্লি জানান, ২০ তারিখ থেকে ইজতেমা মাঠে জোর ইজতেমা শুরু হওয়ার কথা রয়েছে। সে জন্য তারা মঙ্গলবার (১৭ ডিসেম্বর) থেকেই সেখানে উপস্থিত হতে শুরু করেন। ভোরে মাঠে প্রবেশের চেষ্টা করলে প্রথমে বাধা দেন জোবায়েরপন্থিরা। তবে প্রশাসনের সহযোগিতায় তারা ভোরে মাঠে ঢুকার কিছুক্ষণ পর জোবায়েরপন্থিরা তাদের ওপর আক্রমণ করে। এতে তাদের এক মুসল্লি নিহত হন এবং আরও বেশ কয়েকজন আহত হন।
আরও পড়ুন–বিশ্ব ইজতেমায় দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৩
আহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার আব্দুর রউফ (৫৫), ময়মনসিংহ জেলার মজিবুর রহমান (৫৮), আব্দুল হান্নান (৬০), গাজীপুর জেলার জহুরুল ইসলাম (৩৮), গোপালগঞ্জ জেলার আরিফ (৩৪), ঢাকা জেলার ফয়সাল (২৮), নরসিংদী জেলার তরিকুল (৪২), চট্টগ্রাম জেলার সাহেদ (৪৪), নরসিংদী জেলার উকিল মিয়া (৫৮), গাজীপুর জেলার পান্ত (৫৫), খোরশেদ আলম (৫০), কেরানীগঞ্জ জেলার বেলাল (৩৪), নারায়ণগঞ্জ জেলার আনোয়ার (৫০), আবু বক্কর (৫৯), আরিফুল ইসলাম (৫০), ঢাকা জেলার আনোয়ার (২৬), নোয়াখালী জেলার আনোয়ার (৭৬), সাতক্ষীরা জেলার ফোরকান আহমেদ (৩৫)। বাকি আহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
তবে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি-টঙ্গী জোন) এন এম নাসিরুদ্দিন বলেন, ‘সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পেয়েছি। এরমধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয় টঙ্গী হাসপাতালে। আরেকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। আমরা সব তথ্য যাচাই-বাছাই করে দেখছি।’
তিনি আরও বলেন, পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিজিবিও রয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিব ইস্কান্দার বলেন, ‘রাতে ইজতেমা মাঠে মারামারির ঘটনা ঘটেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।’
সারাবাংলা/ইউজে/ইআ