সিরিজের মাঝপথে অশ্বিনের আকস্মিক অবসর
১৮ ডিসেম্বর ২০২৪ ১২:০৯ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ১২:৫৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টেস্ট সিরিজে শুধু অ্যাডিলেড টেস্টে খেলেছিলেন তিনি। ব্রিসবেন টেস্টে একাদশে না থাকা রবিচন্দ্রন অশ্বিন সময় কাটাচ্ছিলেন ড্রেসিংরুমেই। তবে ৫ম দিনে হঠাৎ সেই অশ্বিন দিলেন অপ্রত্যাশিত এক ঘোষণা। ব্রিসবেন টেস্ট ড্রয়ের পর সংবাদ সম্মেলনে এসে অশ্বিন জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটে আর দেখা যাবে না তাকে।
টি-২০ থেকে সরে দাঁড়িয়েছিলেন দুই বছর আগেই। অশ্বিন ওয়ানডেকে বিদায় বলেছেন গত বছরে। সাদা পোশাকেই শুধু ভারতের হয়ে খেলা চালিয়ে যাচ্ছিলেন তিনি। অস্ট্রেলিয়া সফরে প্রথম তিন ম্যাচের একটিতে একাদশে ছিলেন তিনি। ব্রিসবেন টেস্ট শেষ হওয়ার পরপরই তিনি ঘোষণা দিয়েছেন, আর ভারতের হয়ে মাঠে নামবেন না তিনি।
ব্রিসবেন টেস্ট ড্রয়ের পর সংবাদ সম্মেলনে এসে ৩৮ বছর বয়সী অশ্বিন জানিয়েছেন, অনেক সুখস্মৃতি নিয়েই বিদায় বলছেন তিনি, ‘আমি আজকের ব্যাপারটা শুধু নিজের করে নিতে চাই না। এটাই আন্তর্জাতিক ক্রিকেটে আমার শেষ দিন। আমি এখানে অনেক স্মৃতি তৈরি করেছি। ড্রেসিংরুমে আমার দারুণ কিছু বন্ধু আছে। বিসিসিআই, আমার সতীর্থ, কোচ সবাইকে অনেক ধন্যবাদ জানাতে চাই। আন্তর্জাতিক ক্রিকেটে আর দেখা যাবে না আমাকে। শুধু ক্লাব ক্রিকেটই চালিয়ে যাব। আন্তর্জাতিক ক্রিকেটে আমি অনেক বেশি আনন্দ পেয়েছি।’
টেস্টে ভারতের হয়ে ১০৬ ম্যাচে ৫৩৭টি উইকেট পেয়েছেন অশ্বিন। সেরা ফিগার ৫৯ রানে ৭ উইকেট। ম্যাচে ফাইফার নিয়েছেন রেকর্ড ৩৭ বার। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও অশ্বিন ছিলেন সমান সফল। ২৫.৭৫ গড়ে করেছেন ৩৫৩০ রান, সেঞ্চুরি আছে ৬টি।
সব ফরম্যাট মিলিয়ে ভারতের হয়ে ২৮৭ ম্যাচে ৭৬৫ উইকেট নিয়েছেন অশ্বিন, করেছেন ৪৩৯৪ রান।
সারাবাংলা/এফএম