ইউক্রেনে সামরিক সহায়তার দায়িত্ব পেল ন্যাটো
১৮ ডিসেম্বর ২০২৪ ১২:১০ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ১৩:৫৯
যুক্তরাষ্ট্রের পরিবর্তে এখন থেকে ইউক্রেনে পশ্চিমা সামরিক সহায়তার সমন্বয়ের দায়িত্ব পেল ন্যাটো।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ন্যাটোর একটি সূত্র এ খবর জানিয়েছে।
স্কাই নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সিদ্ধান্তের উদ্দেশ্য হচ্ছে ন্যাটো বিরোধী ডোনাল্ড ট্রাম্পের প্রভাব থেকে দেশটির সহায়তা ব্যবস্থাকে সুরক্ষিত রাখা।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপের ফলে ন্যাটো রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে আরও প্রত্যক্ষ ভূমিকা রাখার সুযোগ পাবে। এতে যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হবে। বড় ধরনের ধাক্কা খাবে ইউক্রেন।
কূটনীাতিকরা স্বীকার করেছেন, ন্যাটোকে এই দায়িত্ব দেওয়া হলেও ইউক্রেনের ওপর তেমন কোনো প্রভাব পড়বে না। কারণ, যুক্তরাষ্ট্রই ন্যাটোর প্রধান শক্তি এবং কিয়েভের জন্য সবচেয়ে বেশি অর্থ ও অস্ত্র সরবরাহ করছে যুক্তরাষ্ট্র।
কিন্তু নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধের ঘোর বিরোধী। তিনি ইতোমধ্যে বলেছেন, হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পর তার প্রথম কাজই হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা।
সারাবাংলা/এসডব্লিউ