Wednesday 18 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইজতেমা ময়দানে সংঘর্ষ
দুই পক্ষকে নিয়ে জরুরি বৈঠকে ৫ উপদেষ্টা, মাঠ ছাড়ার নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৪ ১৩:৪০ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ১৩:৫৭

ঢাকা: বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হতাহতের পর মাওলানা সাদ কান্ধলভির অনুসারী ও মাওলানা জোবায়ের অনুসারীদের নিয়ে বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের পাঁচজন উপদেষ্টা।

বুধবার (১৮ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার পর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই বৈঠক শুরু হয়।

বিজ্ঞাপন

প্রথমে মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক থেকে বেরিয়ে সাদ পক্ষের অনুসারী মাওলানা রেজা আরিফ সংক্ষিপ্ত ব্রিফিং এ বলেন, আগে থেকেই মাঠে আমাদের অনেক লোকজন হাজির ছিল। এদিকে জোবায়ের পন্থিরাও অনেক লোক নিয়ে মাঠের দিকে যায়। সেখানে দুই পক্ষ মুখোমুখি হয়ে মারামারি করে।

তিনি আরও বলেন, ‘সরকারের পক্ষ থেকে আমাদের মাঠ ছেড়ে দিতে অনুরোধ করা হয়েছে। আমরা তাই মাঠ ছেড়ে দিয়েছি। অতীতে আমরা সরকারের সকল কথা শুনেছি। এবারও তার ব্যতিক্রম হবে না। আমরা আমাদের সাথীদের বলেছি মাঠ ছেড়ে দিতে। আমরা কামারপাড়া রোড দিয়ে পশ্চিম দিকের মার্কাস দিয়ে বের হব ও পরবর্তী সিদ্ধান্ত নেব। এই যাওয়ার সময় আইন-শৃঙ্খলা বাহিনী আমাদের নিরাপত্তা দেবে।’

রেজা আরিফ আরও বলেন, ‘আমরা চলে যাবার পর সরকার মাঠ নিয়ন্ত্রণে নেবে। মাঠে কোনো পক্ষই থাকবে না বলে সিদ্ধান্ত হয়েছে ।’

তিনি বলেন, ‘আমাদের সাথীদের বলেছি, শান্তিপূর্ণভাবে যেন তারা মাঠ ছেড়ে দেয়। আমরা যেহেতু মাঠ ছেড়ে দিচ্ছি তারাও যেন মাঠ ছেড়ে দেয়। রাষ্ট্রের স্বার্থে ইসলামের স্বার্থে তারা যেন উষ্কানিমূলক কোনো বক্তব্য না দেয়। আমাদের পক্ষ থেকেও এমন কোনো টেক্সট, বক্তব্য লাইভ যেন না করে কেউ সেটা বলা আছে। দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে ইসলামের সুনাম নষ্ট হচ্ছে।

বিজ্ঞাপন

কতজন কোন পক্ষের মারা গেছে সে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যারা মারা গেছেন আল্লাহ তাদের হেদায়েত করুন। আমাদের এ নিয়ে কথা বলার সময় নয়। এখন যে সমস্যার সৃষ্টি হয়েছে তা সমাধান করতে হবে।’

এরপর ১২ টা ৫০ মিনিটে শুরু হয় জোবায়ের পক্ষের অনুসারীদের নিয়ে বৈঠক। সেখানে ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম, ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ক ম খালিদ হোসেন উপস্থিত রয়েছেন। এই বৈঠকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিবেরও অংশ নেওয়ার কথা রয়েছে। দ্বিতীয় বৈঠকে মাওলানা মামুনুল এর নেতৃত্বে জোবায়ের অনুসারীদের বৈঠক শুরু হয়েছে।

উল্লেখ্য, টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা প্রথম পর্বে আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত তাবলিগ জামাতের মাওলানা মোহাম্মদ জুবায়েরের অনুসারীরা (শুরায়ী নেজাম) আয়োজন করবেন। আগামী ৭ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব তাবলিগ জামাতের মাওলানা সাদের অনুসারীরা আয়োজন করবেন।

সারাবাংলা/জেআর/এমপি

দুই পক্ষের সংঘর্ষ বিশ্ব ইজতেমা বৈঠক মাওলানা জোবায়ের মাওলানা সাদ কান্ধলভি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর