Wednesday 18 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতিষ্ঠা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান অধিদফতর

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৪ ১৪:০৯ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ১৫:৩৬

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠিত হবে জুলাই গণঅভ্যুত্থান অধিদফতর

ঢাকা: ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদফতর’ প্রতিষ্ঠা করতে চায় সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠিত হবে এ অধিদফতর।

বুধবার (১৮ ডিসেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে  এ সংক্রান্ত এক বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর প্রতীক ফারুক ই আজম বৈঠকে সভাপতিত্ব করেন।

সভায় জানানো হয়, জুলাই গণঅভুত্থানের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণ, গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহত ছাত্র-জনতার পুনর্বাসনসহ গণঅভ্যুত্থানের আদর্শ ও চেতনাকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করাই হবে এই অধিদফতরের উদ্দেশ্য।

সভায় মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ, আইন ও বিচার বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, স্বাস্থ সেবা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এছাড়াও সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরীসহ মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জেআর/এসডব্লিউ/আরএস

জুলাই গণঅভ্যুত্থান অধিদফতর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়

বিজ্ঞাপন

নওগাঁ হানাদার মুক্ত দিবস পালিত
১৮ ডিসেম্বর ২০২৪ ১৫:২৮

আরো

সম্পর্কিত খবর