বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ভারী বর্ষণের আভাস
১৮ ডিসেম্বর ২০২৪ ১৪:৫১ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ১৬:০২
ঢাকা: বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি এখন সুস্পষ্ট। এই লঘুচাপের প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও আগামী ৭২ ঘন্টায় ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
বুধবার (১৮ ডিসেম্বর) আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে আবহাওয়ার দৈনিক পূর্বাভাস প্রতিবেদনে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এসময় সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।
এদিকে বৃহস্পতিবারও আবহাওয়ার পরিস্থিতি এমন থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। তবে এদিন খুলনা বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসময় সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আর মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।
আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ জানিয়েছেন, লঘুচাপের প্রভাবে শুক্রবার (২০ ডিসেম্বর)
ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ওইদিন সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ও দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রী সেলসিয়াস হ্রাস পেতে পারে। আর মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।
এদিকে বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থা বলছে, বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং এ সময়ের প্রথমার্ধে দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে।
সারাবাংলা/জেআর/এমপি