Wednesday 18 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁ হানাদার মুক্ত দিবস পালিত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৪ ১৫:২৮

নওগাঁয় পালিত হলো নওগাঁ হানাদার মুক্ত দিবস

নওগাঁ: আজ (১৮ ডিসেম্বর) নওগাঁয় পালিত হলো নওগাঁ হানাদার মুক্ত দিবস। বরাবরের মতো এবারও দিবসটি পালন করেছে স্থানীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ।

এ উপলক্ষে বেলা ১১টায় নওগাঁ মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বিশাল বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। জাতীয় পতাকা এবং বিভিন্ন ফেস্টুন হাতে র‍্যালিটি শহরের প্রধান সড়ক ধরে বাজার এলাকা, বাটার মোড়, ব্রিজের মোড়, ঔষধ পট্টি, বইপট্টি, পুরাতন কোট ভবন হয়ে প্যারীমোহন লাইব্রেরীতে এসে শেষ হয়।

বিজ্ঞাপন

একুশে পরিষদের সভাপতি এডভোকেট ডিএম আব্দুল বারী র‍্যালিটির উদ্বোধন করেন। এ সময় একুশে পরিষদের উপদেষ্টা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ওয়ালিউল ইসলাম, উপদেষ্টা ও প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ কায়েস উদ্দিন, উপদেষ্টা অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা এবিএম রফিকুল ইসলাম, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন, সাংবাদিক ওমর ফারুক, একুশে পরিষদের সাধারণ সম্পাদক এম এম রাসেল, রোটানিয়ান চন্দন দেব, প্রদ্যুৎ ফৌজদারসহ একুশে পরিষদসহ স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সমূহের সদস্যরা অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে পরিমোহন লাইব্রেরী চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

সারাবাংলা/এসডব্লিউ

নওগাঁ নওগাঁ হানাদার মুক্ত দিবস

বিজ্ঞাপন

নওগাঁ হানাদার মুক্ত দিবস পালিত
১৮ ডিসেম্বর ২০২৪ ১৫:২৮

আরো

সম্পর্কিত খবর