Wednesday 18 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘূর্ণিঝড় চিডো
মায়োত্তের পর মোজাম্বিকে হানা, নিহত ৩৪

আন্তর্জাতিক ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২৪ ১৫:৫৯ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ১৭:০৭

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ছবি: বিবিসি।

আফ্রিকার দেশ মোজাম্বিকে শক্তিশালী ঘূর্ণিঝড় চিডোর তাণ্ডবে অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। ঝড়ে হাজার হাজার পরিবার তাদের বাড়ি-ঘর হারিয়েছে এবং স্কুল ও স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত বহু অবকাঠামোও ধ্বংস হয়ে গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে, গত শনিবার ভারত মহাসাগরীয় অঞ্চলের ফরাসি দ্বীপ মায়োত্তে ঘূর্ণিঝড় চিডো​ধ্বংসযজ্ঞ চালানোর পর শত শত এমন কি হাজার হাজার লোকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিবিসিএর এক প্রতিবেদনে এমন তথ্যই জানানো হয়। ঘণ্টায় প্রায় ২৬০ কিলোমিটার (১৬০ মাইল) বেগে আছড়ে পড়েছিল শক্তিশালী ঝড়টি। চিডোর আঘাতে ৩৪ হাজারেরও বেশি মোজাম্বিক পরিবার তাদের বাড়িঘর হারিয়েছে।

দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব রিস্ক অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (আইএনজিডি) জানিয়েছে, উত্তর মোজাম্বিকে এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে তীব্র ঝড়গুলোর মধ্যে একটির আঘাতে কমপক্ষে ৩৪ জন মারা গেছেন।

মায়োত্তে ঘণ্টায় ২২৫ কিলোমিটার (১৪০ মাইল) বেগে আছড়ে পড়ে শক্তিশালী ঝড়টি। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় পুরো অঞ্চলটি। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ার পাশাপাশি পুরো দ্বীপটির যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়ে।

স্কুল, স্বাস্থ্য অবকাঠামো এবং মাছ ধরার বহু নৌকাও ধ্বংস হয়ে গেছে। চিডো দেশটির উত্তরের প্রদেশগুলোতে আঘাত হানে। এই প্রদেশগুলোতে নিয়মিত ঘূর্ণিঝড় আঘাত হেনে থাকে।

আইএনজিডির মুখপাত্র পাওলো টমাস বলেছেন, চিডোর তাণ্ডবে নিহতদের বেশিরভাগই পড়ে যাওয়া বস্তুর আঘাতে যেমন ধ্বংসপ্রাপ্ত ইটের দেওয়াল ধসে প্রাণ হারিয়েছেন।

সারাবাংলা/এইচআই

ঘূর্ণিঝড় চিডো মোজাম্বিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর