নরসিংদীতে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে বিক্ষোভ
১৮ ডিসেম্বর ২০২৪ ১৬:০৯ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ১৬:১১
নরসিংদী: নরসিংদীর মেঘনা নদীতে উচ্চশক্তির ড্রেজার বসিয়ে ইজারা ছাড়াই বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। সদর উপজেলার চরাঞ্চল আলোকবালী সংলগ্ন মেঘনা নদী থেকে অব্যাহতভাবে উত্তোলন করা হচ্ছে।
বুধবার(১৮ ডিসেম্বর ) দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়। এসময় বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যায় তারা। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেওয়া লোকজন বলেন, গত দুই সপ্তাহ ধরে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে আলোকবালী ইউনিয়নের বেশকিছু গ্রাম ভাঙন আতংকে রয়েছে। ১০ থেকে ১২টি ড্রেজার বসিয়ে অবৈধভাবে প্রতিদিন প্রায় কোটি টাকার বালু উত্তোলন করছে একটি চক্র। এমন পরিস্থিতিতে দ্রুত নদী থেকে বালু উত্তোলন বন্ধ করা না হলে মেঘনাপাড়ের বাসিন্দারা ভয়বাহ ভাঙনের মুখে পড়ার আশঙ্কা রয়েছে।
সারাবাংলা/এসআর