বিদায়বেলায় অশ্বিনের যত রেকর্ড
১৮ ডিসেম্বর ২০২৪ ২০:৪২
ঘোষণাটা এসেছে একেবারেই আকস্মিকভাবে। ব্রিসবেন টেস্ট যখন ড্র হলো, হঠাৎ রবিচন্দ্রন অশ্বিন জানালেন, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলছেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের মাঝপথেই তাই শেষ হলো ভারতীয় ক্রিকেটের অশ্বিন অধ্যায়। বিদায়ের আগে টেস্টের ইতিহাসের নানা পাতায় নিজের নামটা সোনালি অক্ষরেই লিখে গিয়েছেন তিনি।
টি-২০ ও ওয়ানডে থেকে বিদায় নিয়েছিলেন আগেই। ৩৮ বছর বয়সী অশ্বিন খেলছিলেন শুধু টেস্টে। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে প্রথম তিন ম্যাচের একটিতে জায়গা হয়েছিল একাদশে। অ্যাডিলেডে বল হাতে খুব বেশি সফল ছিলেন না, নিয়েছেন মাত্র এক উইকেট। সেটাই আন্তর্জাতিক ক্রিকেটে শেষ সাফল্য হয়ে থাকল অশ্বিনের।
তিন ফরম্যাট মিলিয়ে ভারতের হয়ে অশ্বিন নিয়েছেন ৭৬৫ উইকেট। দেশের হয়ে এটিই দ্বিতীয় সর্বোচ্চ। অশ্বিনের উপরে আছেন শুধুই স্পিনার অনিল কুম্বলে। আন্তর্জাতিক ক্রিকেটে তার উইকেট ৯৫৩টি।
টেস্টে অশ্বিনের উইকেটসংখ্যা ৫৩৭টি। ভারতের হয়ে টেস্টেও তিনি দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। এখানেও তিনি পিছিয়ে আছেন অনিল কুম্বলে থেকে, তার উইকেট ৬১৯টি। টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারি বোলারদের তালিকায় ৭ম স্থানে আছেন অশ্বিন।
দ্বিতীয় দ্রুততম সময়ে টেস্টে ৫০০ উইকেট পেয়েছিলেন অশ্বিন। ৯৮ টেস্টে এই কীর্তি গড়েন তিনি।
টেস্টে নিজের ক্যারিয়ারে ৩০২ জন ব্যাটারকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেছেন অশ্বিন। শ্রীলংকার মুরালিধরন ও ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসনের পর তৃতীয় বোলার হিসেবে এই রেকর্ড আছে অশ্বিনের।
নিজের টেস্ট ক্যারিয়ারে ৩৭টি ফাইফার নিয়েছেন অশ্বিন। ভারতের পক্ষে এটিই সর্বোচ্চ। টেস্টে সব মিলিয়ে এটি দ্বিতীয় সর্বোচ্চ। ৬৭টি ফাইফার নিয়ে সবার উপরে আছেন মুরালিধরন। অশ্বিনের সমান ৩৭টি ফাইফার আছে শেন ওয়ার্নেরও।
টেস্টে ১১ বার সিরিজ সেরা হয়েছেন অশ্বিন। টেস্ট ইতিহাসে এটিই সর্বোচ্চবার ম্যান অফ দা সিরিজ হওয়ার রেকর্ড।
এক টেস্টে ফাইফার ও সেঞ্চুরি করার অনন্য রেকর্ড ৪ বার করেছেন অশ্বিন। ভারতের হয়ে এটিই সর্বোচ্চ। তার সামনে আছেন ইংল্যান্ডের কিংবদন্তি অলরাউন্ডার ইয়ান বোথাম। তিনি এটি করেছেন ৫ বার।
দেশের মাটিতে ৪৭৫টি টেস্ট উইকেট নিয়েছেন অশ্বিন। ভারতের হয়ে দেশের মাটিতে এটিই দ্বিতীয় সর্বোচ্চ উইকেট। ৪৭৬ উইকেট নিয়ে শীর্ষে আছেন কুম্বলে।
সারাবাংলা/এফএম