Wednesday 18 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে ট্রাকচাপায় নিহত নারী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৪ ১৭:০৫ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ১৮:৩৪

বরিশাল: জেলায় ট্রাকচাপায় নিহত হয়েছেন মাসুমা খাতুন (২৮) নামে এক নারী। তবে বেঁচে গেছে কোলে থাকা ১৩ মাস বয়সী শিশুকন্যা। মোটরসাইকেল থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

বুধবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল নগরীর কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালের বিপরীতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহত মাসুমা খাতুন নগরীর ৩০ নম্বর ওয়ার্ড কলসগ্রামের বাসিন্দা মো. মিজানুর রহমানের স্ত্রী।

নিহতের স্বজন আদনান অলি জানান, বাড়ি থেকে চাচার সঙ্গে মোটরসাইকেলে দুই সন্তানকে নিয়ে নগরীর টেক্সটাইল এলাকায় বাবার বাড়ির উদ্দেশে রওনা দেয় তার চাচি মাসুমা খাতুন। নথুল্লাবাদ বাস টার্মিনালের বিপরীতে পৌঁছালে একটি রিকশার সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। একই সময় বেপরোয়া গতির ট্রাকটি এসে পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ১৩ মাস বয়সী শিশুকে নিয়ে মাসুমা খাতুন রাস্তায় পড়ে যায়। তখন ট্রাকটি তার মাথা পিশে দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তবে অক্ষত রয়েছে শিশুটি।

মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির শিকদার বলেন, ‘ঘটনার পর ওই এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশ ও স্থানীয়রা ট্রাক চালক সাইফুল ইসলামকে আটক করে তাদের কাছে সোপর্দ করেছে। মরদেহ উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

সারাবাংলা/এইচআই

বরিশাল সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আমার কাজই তো মারা: শামীম
১৮ ডিসেম্বর ২০২৪ ১৮:১১

আরো

সম্পর্কিত খবর