Wednesday 18 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্যাসিবাদবিরোধী জনপ্রতিনিধিদের পুনর্বহাল করার দাবি এবি পার্টির

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৪ ১৮:৩১ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ২০:০৪

‘ছাত্র গণহত্যা ও ফাসিবাদবিরোধী সিটি ও পৌর কাউন্সিলরদের জনস্বার্থে পুর্নবহালের দাবি এবং বর্তমান সরকারকে সহযোগিতার লক্ষ্যে’ শীর্ষক সমাবেশ।

ঢাকা: জনগণের সেবার স্বার্থে যাচাই-বাছাই করে ফ্যাসিবাদবিরোধী সিটি ও পৌর কাউন্সিলরদের পুনর্বহাল করার জন্য অন্তবর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেছেন, চট্টগ্রামের মেয়র আর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-সদস্যরা এমন কি ভাষায় তওবা করল যে দিল্লি খুশি, আওয়ামী লীগ খুশি, অন্তর্বর্তীকালীন সরকারও খুশি। কিন্তু যা সিটি করপোরেশন ও পৌর কমিশনারদেরকে দায়িত্ব না দেওয়ার সিদ্ধান্তটা সাংঘর্ষিক।

বিজ্ঞাপন

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর প্রেসক্লাব মিলনায়তনে ‘ছাত্র গণহত্যা ও ফাসিবাদবিরোধী সিটি ও পৌর কাউন্সিলরদের জনস্বার্থে পুর্নবহালের দাবি এবং বর্তমান সরকারকে সহযোগিতার লক্ষ্যে’ শীর্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘গণঅভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় আমরা দেখলাম স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সকল স্থানীয় প্রশাসনে যারা দায়িত্ব পালন করেছেন, ইউনিয়ন পরিষদ ছাড়া সকলকে বাতিল করে দিয়েছেন। যেহেতু আওয়ামী আমলে নির্বাচন হয়েছে, ফ্যাসিবাদের আমলের কোনো নির্বাচনকে গ্রহণ করি না। ন্যায্য মনে করি না, বৈধও মনে করি না। সেই জায়গা থেকে তারা এটা করেছেন।’

তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশনে মেয়র ফের কিভাবে কোর্টেরমাধ্যমে মেয়র হলো তাহলে? ইউনিয়ন পরিষদের নির্বাচনে তো আওয়ামী ফাসিবাদীরাই নির্বাচিত হয়েছে। তাহলে পৌর আর সিটি মেয়ররা এমন কি কবিরা গুনাহ করল যে এইটা তওবা করে মাফ হচ্ছে না? যে যুক্তিতে আপনি বাতিল করেছেন, ওই যুক্তিতে সবাইকে বাতিল করা উচিত ছিল।’

আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদের আমলে নির্বাচনে হয়েছে অতএব নির্বাচন বৈধ হয় নাই, ন্যায্য হয় নাই। বিরোধী দলগুলোও মানে নাই। এজন্য বাতিল করলাম। কিন্তু রিপ্লেসমেন্ট বসালেন কাদেরকে? আমলাদেরকে? এই আমলারা রাতে ভোট করছে না? এই পুলিশ, এই আমলা, এই সেনা কর্মকর্তারা বাটপারি করে হাজার হাজার কোটি টাকা মালয়েশিয়া, টরেন্টোতে পাচার করে নাই? যে আমলারা বাটপার, যারা গত ১৬ বছর আওয়ামী লীগের দালালি করেছে, সেই দালালদের দিয়ে আপনি নির্বাচিত প্রতিনিধিদেরকে রিপ্লেস করলেন? এটা কোন ধরনের রিপ্লেসমেন্ট অন্তর্বর্তীকালীন সরকারের? এইটা কি গণঅভ্যুত্থানের স্পিরিট হতে পারে?’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘তাহলে যে আমলারা তাদের নিজেদের কাজটা আন্তরিকতার সাথে, সততার সাথে, মেধা-যোগ্যতার সাথে করে না, সেই আমলাকে অতিরিক্ত দায়িত্ব দিয়েছেন মেয়র-কাউন্সিলরের। উপজেলা পরিষদ চালানো, জেলা পরিষদ চালানোর? এরা কি ফেরেশতা নাকি?’

তাই অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তটা যৌক্তিক না, ন্যায্যও না। এমনকি গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে যায় না বলে তিনি মনে করেন।

তিনি যোগ করেন, ‘তাই আমলাদের নিয়ন্ত্রণের বাইরে একটি যাচাই-বাছাই উপকমিটি করে সিটি ও পৌর কাউন্সিলরদের পুনর্বহালের দাবি জানাই।’ এ লক্ষ্যে যারা আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ১৪ দলের বাটপারির সঙ্গে জড়িত ছিল তাদের তালিকা তৈরি করা। চব্বিশের গণঅভ্যুত্থানে যারা সক্রিয় ছিল তাদের তালিকা করা। এ ছাড়া যারা মিছিল করেছে, গুলিবিদ্ধ হয়েছে, জেলে গিয়েছে, মিথ্যা মামলার শিকার হয়েছে তার তালিকা করার আহ্বান করেন আসাদুজ্জামান ফুয়াদ।

এ ছাড়াও গত ১৬ বছরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা বিভিন্ন জায়গায় সক্রিয় ছিলেন, নির্যাতিত হয়েছেন- এই ধরনের ক্রাইটেরিয়াসহ যাদের বিরুদ্ধে টাকা-পয়সা পাচার, লুটপাট, নারী নির্যাতন, দুর্নীতির কোনো অভিযোগ নেই; এই রকম চারটা-পাঁচটা ক্রাইটেরিয়ার নির্ধারণ করে তাদেরকে ফের কাজে পুনর্বহাল করার দাবি জানান তিনি।

তিনি বলেন, ‘প্রান্তিক মানুষের সেবা নিশ্চিত করার জন্য একমাত্র মাধ্যম হচ্ছে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় কাউন্সিলরদেরকে একটা যাচাই-বাছাই প্রক্রিয়া অনুসরণ করে, তাদের সম্মানের সঙ্গে পুনর্বহাল করা।’ এ ছাড়া কাউন্সিলরদের সম্মানী ভাতা ৫০ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ করারও দাবি জানান তিনি।

বাংলাদেশ সিটি করপোরেশন কাউন্সিলর অ্যাসোসিয়েশনের সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী গোলাম কিবরিয়ার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তৃতা করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক ও নাগরিক কমিটির সহমুখপাত্র সারজিস আলম, বাংলাদেশ পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম মধু, বাংলাদেশ পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জাহিদসহ অনেকে।

সারাবাংলা/এনআর/এইচআই

আসাদুজ্জামান ফুয়াদ এবি পার্টি

বিজ্ঞাপন

বেনাপোল সীমান্তে ৩ মরদেহ উদ্ধার
১৮ ডিসেম্বর ২০২৪ ১৯:৫৮

আরো

সম্পর্কিত খবর